মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২


গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ১১:৫০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে সড়ক দুর্ঘটনায় মো. শাহাবুল (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। সে ট্রাকের হেলপার হিসেবে কাজ করতেন।

শাহাবুল রংপুরের পীরগঞ্জ উপজেলার সানাইঘাট নানসা গ্রামের রশিদ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৫ জুলাই) ভোর রাতের দিকে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শাহাবুলের ভাই শামীম জানান, গতকাল রাত সাড়ে ৩টার দিকে ট্রাকে মাল নিয়ে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। পথে গুলিস্তান জিরো পয়েন্ট এলাকায় গাড়ি বন্ধ হয়ে যায়। পরে শাহাবুল গাড়ি থেকে নেমে পেছনে যাওয়ার সময় অজ্ঞত গাড়ির ধাক্কায় আহত হয়। বিষয়টি আমাদের জানালে আমার ভাইকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। তারপর সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৫ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৪ রাত

মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫