রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়ক এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. রুবেল (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় গাড়ির ইঞ্জিন মিস্ত্রির কাজ করতেন।
শনিবার (১৬ আগস্ট) বিকেল তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল শরীয়তপুরের পালং উপজেলার নাসির সরদারের ছেলে। বর্তমানে মীর হাজিরবাগ এলাকায় ভাড়া থাকতেন।
রুবেলের আত্মীয় মো. আল আমিন জানান, সে গাড়ির ইঞ্জিন মিস্ত্রির কাজ করতো। আজ সকালে গ্রামের বাড়ি শরীয়তপুরের পালং এলাকায় গিয়েছিল। ঢাকায় আসার পথে যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। খবর পেয়ে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান রুবেল আর বেঁচে নেই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)