বুধবার, ৬ আগস্ট ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২


পাল্লা দিয়ে চলছিল দুটি বাস, একটির ধাক্কায় অন্যটি উল্টে আহত ২৮

জেলা সংবাদদাতা, চট্টগ্রাম

প্রকাশিত:৬ আগষ্ট ২০২৫, ১৩:১৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চট্টগ্রামের পটিয়ায় দুর্ঘটনার কবলে পড়েছে যাত্রীবাহী দুটি বাস। পাল্লা দিয়ে চলা ওই দুটি বাসের একটির সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় অন্যটি। এতে অন্তত ২৮ জন আহতের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার শান্তিরহাট ভেল্লাপাড়া এলাকার চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত আটজন পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

তারা হলেন মাহফুজ আলম (৩৪), মো. ইলিয়াস (৪২), মো. মন্তাজ (৩২), শাহ আলম (৩৫), আলী আহমেদ (৭০), রাজিব দে (৩৪), মহিউদ্দিন (৪০) ও অমিত দে (২০)। এর মধ্যে শাহ আলম, আলী আহমেদ, মহিউদ্দিন, অমিত দে ও মাহফুজ আলমকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক সাদিয়া সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আহতদের মধ্যে ৮ জনকে হাসপাতালে আনা হয়। এদের মধ্যে ৫ জনকে চমেক হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।’

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে চট্টগ্রামগামী একটি হানিফ বাসের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে সড়কের পাশে খাদে উল্টে পড়ে একটি বাস। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২৮ জন যাত্রী আহত হন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, ‘বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভর্তি হওয়া আহতদের কারও অবস্থা গুরুতর নয়।’

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সারোয়ার কামাল বলেন, ‘আহতদের মধ্যে ২০ জনকে ট্রাস্ট মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।’

পটিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার শিকার বাসটি পটিয়া থেকে চট্টগ্রাম নগরে যাচ্ছিল। আরেকটি বাসের ধাক্কায় এটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ কাউকে পায়নি। তবে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:০০ রাত

বুধবার ৬ আগস্ট ২০২৫