রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহিত
বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৫।
শনিবার (৯ আগস্ট) মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালত ভবন সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মতিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায় ও গৌর সুন্দর বিশ্বাস, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা আক্তার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাশ্বতী শীল, মাগুরা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজ, পিবিআই মাগুরার পুলিশ সুপার গাজী রবিউল ইসলামসহ জেলার আইন-শৃঙ্খলা বাহিনী ও বিচারিক কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, বিচারকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ, মামলা দ্রুত নিষ্পত্তি, সমন জারি, আদালত চত্বরে সাক্ষীদের নিরাপত্তা, ময়নাতদন্ত কার্যক্রমের মানোন্নয়ন, সময়মতো মেডিকেল রিপোর্ট প্রদান, পুলিশ রিমান্ডে নিয়মতান্ত্রিকতা এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তারের ক্ষেত্রে আপিল বিভাগের নির্দেশনা বাস্তবায়ন তদারকিসহ গুরুত্বপূর্ণ নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচনায় বক্তারা বিচারপ্রার্থীদের আস্থা অটুট রাখতে আইনের যথাযথ প্রয়োগ ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)