রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২


বিএনপির ব্যানারের নিচে বসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক গ্রেফতার

জেলা সংবাদদাতা, মৌলভীবাজার

প্রকাশিত:১০ আগষ্ট ২০২৫, ১১:০১

ছবি ‍সংগৃহিত

ছবি ‍সংগৃহিত

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় ফাহিম ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (১০ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় একটি ভাড়া বাসায় থাকেন।

কুলাউড়া থানার ওসি মো. ওমর ফারুক বলেন, সম্প্রতি ফেসবুকে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, ফাহিম কুলাউড়ায় বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শীঘ্রই তিনি আসবেন বলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে আসার পর অভিযান চালিয়ে মাগুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪০ বিকেল
মাগরিব ০৬.৩৯ সন্ধ্যা
এশা ০৭:৫৭ রাত

রবিবার ১০ আগস্ট ২০২৫