শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২


ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাওয়ার পথে বাসচাপায় বাবা নিহত

জেলা সংবাদদাতা, শেরপুর

প্রকাশিত:১৬ আগষ্ট ২০২৫, ১২:১৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও এলাকায় মিনি বাসের ধাক্কায় আশরাফ আলী (৮০) নামে এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন।

শনিবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে জোলগাঁও নতুন সড়কের তালিমুল কোরআন মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফ আলী ওই মাদরাসার প্রতিষ্ঠাতা হাফিজ বিল্লাল হুজুরের বাবা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আশরাফ আলী তার ছেলের জন্য ভাত নিয়ে মাদরাসায় যাচ্ছিলেন। এ সময় রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ শেরপুর থেকে ছেড়ে আসা একটি মিনি বাস ঝিনাইগাতী যাওয়া অবস্থায় পাশ কাটানোর চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী উত্তেজিত হয়ে ওঠে। তারা ঘটনাস্থলে এসে মিনিবাসটির গ্লাসসহ বিভিন্ন অংশ ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, বৃদ্ধের মৃত্যুর খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৪ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৫ সন্ধ্যা
এশা ০৭:৫১ রাত

শনিবার ১৬ আগস্ট ২০২৫