বুধবার, ২০ আগস্ট ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২


চালের বাজার নিয়ন্ত্রণে আছে: খাদ্য উপদেষ্টা

জেলা সংবাদদাতা,দিনাজপুর

প্রকাশিত:২০ আগষ্ট ২০২৫, ১৫:০৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

খাদ্য ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে আছে। সরকার প্রতি কেজি চালে ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত ভর্তুকি প্রদান করছে। বর্তমানে কৃষকের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে। সেই খরচের সঙ্গে সামঞ্জস্য রেখে কৃষকদেরও ন্যায্য লাভ নিশ্চিত করতে হয়। এ কারণে চালের বাজার কিছুটা বেড়েছে, তবে এখনও তা সহনশীল পর্যায়ে রয়েছে। ভবিষ্যতেও চালের বাজারকে সহনশীল রাখতে সরকার তিন দফা পদক্ষেপ গ্রহণ করছে।

বুধবার (২০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর সার্কিড হাউজে সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার রংপুর বিভাগের জেলা প্রশাসক খাদ্য কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে খাদ্যবান্ধব কর্মসূচির বিষয়ে সার্কিট হাউসে এক মতবিনিময় সভা করেন।

উপদেষ্টা বলেন, খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় সারাদেশে ৫৫ লাখ পরিবার ছয় মাসের জন্য মাসে ৩০ কেজি করে চাল ১৫ টাকা কেজি দরে পাবেন। এর মধ্যে প্রায় ১০ লাখ পরিবার রংপুর বিভাগে রয়েছে। প্রয়োজনে এই অঞ্চলে আরও বরাদ্দ প্রদান করা হবে।

তিনি আরও বলেন, আমরা রংপুর অঞ্চলকে দেশের খাদ্যভাণ্ডার হিসেবে বিবেচনা করি। এই খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচয়টা এখনও বহাল রেখেছে।

এসময় উপস্থিত ছিলেন, খাদ্য অধিদফতরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন করীর, রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম এনডিসি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৬ ভোর
যোহর ১২:০২ দুপুর
আছর ০৪:৪৬ বিকেল
মাগরিব ০৬.৩১ সন্ধ্যা
এশা ০৭:৪৭ রাত

বুধবার ২০ আগস্ট ২০২৫