শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২
ছবি সংগৃহীত
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলার মাত্র সাড়ে চার ঘণ্টায় গোনা শেষ হয়েছে সাড়ে আট কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, এই ধারা অব্যাহত থাকলে আগের রেকর্ড ভেঙে এবারের দানের অঙ্ক ১০ কোটির ঘর ছাড়িয়ে যাবে।
শনিবার ( ৩০ আগস্ট) সকাল ৭টা থেকে শুরু হয় হারুয়া এলাকায় অবস্থিত পাগলা মসজিদের ১৩টি দানসিন্দুক খোলার কাজ।
ভক্ত-অনুরাগীদের দীর্ঘ দিনের জমা দান মেলে বস্তায় বস্তায়। সেখান থেকে পাওয়া যায় রেকর্ড ৩২ বস্তা টাকা। গণনায় অংশ নিয়েছেন প্রায় পাঁচ শতাধিক মানুষ, যার মধ্যে রয়েছেন রূপালী ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় মাদরাসার শিক্ষার্থী ও মসজিদ কমপ্লেক্সের শিক্ষক-শিক্ষার্থীরা।
এর আগে চলতি বছরের ১২ এপ্রিল দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ৯ কোটি ১৭ লাখ টাকার বেশি, সঙ্গে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকার। এবার নতুন করে আরও তিনটি দানবাক্স যুক্ত হওয়ায় প্রথম থেকেই দানের জোয়ারে ভরে উঠছে হিসাবের খাতা।
বর্তমানে পাগলা মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে জমা আছে ৯০ কোটি ৬৪ লাখ টাকার এফডিআর, যার লভ্যাংশ গরিব, অসহায় ও অসুস্থদের জন্য ব্যয় করা হয়।
ধারণা করা হচ্ছে যে এবারের টাকা গণনা শেষ হলে মোট সংগ্রহ ছাড়িয়ে যাবে শত কোটি টাকা।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)