মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২


ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির বিজ্ঞপ্তি ২০ জুলাইয়ের মধ্যে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৫ জুলাই ২০২৫, ১২:১৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

দীর্ঘ দিন ধরে ঢাকার সাত কলেজ একাডেমিক জটিলতায় ছিল। এবার সরাসরি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি হিসেবে শিক্ষার্থী ভর্তির অনুমোদন পেয়েছে আগের অধিভুক্ত সাত কলেজ। এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি আগামী ২০ জুলাইয়ের মধ্যে আসবে বলে জানান সাত কলেজের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস।

তিনি বলেন, “ভর্তির জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। সেখানে ৭ কলেজ থেকে ৩ জন করে সদস্য নিয়ে মোট ২১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) এই কমিটির সভা রয়েছে। দ্রুতই ভর্তির ব্যাপারে কাজ শুরু হবে।”

প্রশাসক অধ্যাপক ইলিয়াস জানান, আসন আগের মতোই থাকবে। সাত কলেজের অধীনে সব অনুষদ মিলিয়ে মোট ২৩ হাজার ৫২৮টি আসন ছিল। বিজ্ঞান অনুষদে মোট আসন ছিল ৮ হাজার ৬২৭টি। এর মধ্যে কোটায় আসন সংখ্যা ৬১৮। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদে আসন সংখ্যা ১০ হাজার ১৯টি। কোটায় ভর্তি হতে পারবেন ৭৯৯ জন শিক্ষার্থী। ব্যবসায় শিক্ষা অনুষদে আসন ছিল চার হাজার ৮৯২টি, যার মধ্যে কোটায় আসন সংখ্যা ৩৯০টি।

আগামী আগস্টের শেষে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি এবং অক্টোবর থেকে ক্লাস শুরুর পরিকল্পনা জানান অধ্যাপক ইলিয়াস।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৫ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫৩ সন্ধ্যা
এশা ০৮:১৪ রাত

মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫