মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২


কারিগরি বোর্ডের নম্বর এন্ট্রি-হাজিরা জমার নির্দেশ

শিক্ষা ডেস্ক

প্রকাশিত:২৬ আগষ্ট ২০২৫, ১৩:০৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রেজাল্টের বিলম্ব এড়াতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আওতাধীন এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা-ইন-কমার্স শিক্ষাক্রম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে দ্রুত পরীক্ষার্থীদের টিসি, পিসি ও পিএফ নম্বর অনলাইনে এন্ট্রি এবং হাজিরাশিট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ড জানিয়েছে, নির্ধারিত সময়ে এসব কাজ সম্পন্ন না হলে ফলাফল প্রক্রিয়াকরণে জটিলতা তৈরি হবে, যার দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বহন করতে হবে।

সম্প্রতি বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদের সই করা বিজ্ঞপ্তিতে ২০২৫ সালের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য টিসি, পিসি ও পিএফ নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২৫ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত। এন্ট্রি সম্পন্ন করার পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অবশ্যই তা ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে। একইসঙ্গে হাজিরাশিট বোর্ডের বিএমটি শাখায় জমা দেওয়ার সময়সীমা ২৫ আগস্ট থেকে ২৯ আগস্ট নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া আইএ নম্বর অনলাইনে এন্ট্রি করার সময়সীমা ঠিক করা হয়েছে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। এখানেও এন্ট্রি সম্পন্নের পর তথ্য ডাউনলোড ও প্রিন্ট করে সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বোর্ডের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, যারা নির্ধারিত সময়ে টিসি, পিসি, পিএফ ও আইএ নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করবেন না কিংবা হাজিরাশিট জমা দেবেন না, তাদের কারণে ফলাফল প্রস্তুতিতে বাধা সৃষ্টি হলে এর দায়ভার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই নিতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।

ডিএম/রিয়া

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:০১ দুপুর
আছর ০৪:৩৩ বিকেল
মাগরিব ০৬.২৬ সন্ধ্যা
এশা ০৭:৪১ রাত

মঙ্গলবার ২৬ আগস্ট ২০২৫