বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২


জাকসু নির্বাচন

পরাজয় নিশ্চিত জেনে ছাত্রদল ভোট বর্জন করেছে: শিবিরের ভিপি প্রার্থী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, জাবি

প্রকাশিত:১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০০

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত প্যানেলের সমন্বিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আরিফ উল্লাহ আদিব বলেছেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই ছাত্রদল ভোট বর্জন করেছে। তবে নির্বাচন বয়কট করলেও এর প্রভাব সার্বিক নির্বাচনে পড়বে না।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বেগম সুফিয়া কামাল হলের সামনে সাংবাদিকদের সঙ্গে ছাত্রদলের নির্বাচন বর্জনের এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

আরিফ উল্লাহ আদিব বলেন, ওএমআর মেশিন নিয়ে যে ভুয়া তথ্য প্রচার করেছে ছাত্রদল, সেই প্রতিষ্ঠানের মালিক আসলে বিএনপির লোক বলে দাবি করেন শিবির সমর্থিত ভিপি প্রার্থী।

নির্বাচনে কারচুপির বিষয়ে আরিফ উল্লাহ বলেন, নির্বাচনে অনেকগুলো সমস্যা দেখা দিয়েছে। তবে কোন কারচুপির ঘটনা ঘটেনি। সেখানে নির্বাচন বর্জনের কোনো প্রশ্ন আসে না।

শিবির সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী বলেন, ২০২৪-পরবর্তী বাংলাদেশের মানুষ চায় দেশের সুষ্ঠু ধারার নির্বাচন অনুষ্ঠিত হোক। সেজন্য ডাকসুতে শিবির সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, সেগুলো ভিত্তিহীন। ডাকসুর মতো জাকসুতেও পুরো প্যানেল নিয়ে জয়লাভের প্রত্যাশার কথাও জানান তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৭ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:২৩ বিকেল
মাগরিব ০৬.১০ সন্ধ্যা
এশা ০৭:২৩ রাত

বৃহঃস্পতিবার ১১ সেপ্টেম্বর ২০২৫