বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহিত
‘তারে জমিন পর’–এর কথা মনে আছে? ২০০৭ সালে মুক্তি পাওয়া সেই হৃদয়স্পর্শী সিনেমা দেখে আজও অনেকে চোখের জল আটকে রাখতে পারেন না। এবার ঠিক সেই আবহে, সেই আবেগে ফিরেছেন আমির খান—নতুন সিনেমা ‘সিতারে জমিন পর’ নিয়ে।
থিয়েটারে মুক্তির পর ইতিমধ্যে ছবিটি দর্শক ও সমালোচক দুই পক্ষের প্রশংসা কুড়িয়েছে। এবার সেই সিনেমা দেখা যাবে ঘরে বসেই—ইউটিউবে। ব্যতিক্রমী এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা-প্রযোজক আমির খান নিজেই। তাঁর কথায়, ‘ভালো সিনেমা যেন শুধু শহরের প্রেক্ষাগৃহে আটকে না থাকে। দেশের প্রত্যন্ত অঞ্চলের দর্শকও যেন সহজে দেখতে পারেন—সেই ইচ্ছা থেকেই এই উদ্যোগ।’ মঙ্গলবার মুম্বাইয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ছবিটির অভিনেতা ও প্রযোজক আমির খান।
ইউটিউবেই প্রথম মুক্তি
১ আগস্ট থেকে ‘সিতারে জমিন পর’ দেখা যাবে ইউটিউবের পেইড সিনেমা বিভাগে। ‘আমির খান টকিজ-জনতা কা থিয়েটার ইউটিউব’ চ্যানেলে মুক্তি দেওয়া হবে ছবিটি। ভারতে সিনেমাটি দেখতে লাগবে ১০০ টাকা।
আর বাংলাদেশসহ বিশ্বের অন্য দেশগুলোতে দর্শক মাত্র ১৫০ টাকায় দেখতে পারবেন পুরো ছবিটি। এটি আর কোনো ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে না। যাঁরা প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি বা যাঁদের এলাকায় ছবিটি মুক্তি পায়নি, তাঁদের জন্য এটি এক বিরাট সুযোগ। ইউটিউবে প্রথমবারের মতো এমন একটি বড় বাজেটের বলিউড সিনেমা মুক্তি পাচ্ছে, যেটি আগে হলে চলেছে এবং বিশ্বব্যাপী বক্স অফিসে ২৫০ কোটি রুপি আয় করেছে।
কী আছে ‘সিতারে জমিন পর’–এ
‘সিতারে জমিন পর’ মূলত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে একটি আবেগঘন গল্প। ছবির কেন্দ্রে রয়েছে এক দল বুদ্ধিপ্রতিবন্ধী শিশু, যারা বিশেষ একটি বিদ্যালয়ে পড়াশোনা করে। তাদের কোচ চরিত্রে অভিনয় করেছেন আমির খান। এই সিনেমায় আমিরের সঙ্গে রয়েছেন জেনেলিয়া দেশমুখ। তাঁদের পাশাপাশি অভিনয় করেছেন ১০ জন সত্যিকারের বুদ্ধিপ্রতিবন্ধী শিল্পী, যাঁদের সঙ্গে মিশে গেছেন ছবির কুশলীরা।
সিনেমাটি পরিচালনা করেছেন আর এস প্রসন্ন। চিত্রনাট্য লিখেছেন দিব্য নিধি শর্মা। আমির খান বলেছেন, ‘এই ছবিটি কেবল গল্প বলার জন্য নয়, বরং একটি বার্তা পৌঁছে দেওয়ার জন্য। যাঁরা সব সময় সমাজের মূলস্রোত থেকে পিছিয়ে থাকেন, তাঁদের কণ্ঠস্বর যেন শোনা যায়—এটাই ছিল উদ্দেশ্য।’ এখন থেকে আমির খান প্রযোজিত সব সিনেমা পর্যায়ক্রমে মুক্তি পাবে ‘আমির খান টকিজ-জনতা কা থিয়েটার ইউটিউব’ চ্যানেলে।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউটিউব সংস্করণে বাংলা সাবটাইটেল থাকবে। পাশাপাশি থাকছে বাংলা ডাবিং সংস্করণও। ইউটিউব কর্তৃপক্ষ জানিয়েছে, দক্ষিণ এশিয়ার বাজারকে গুরুত্ব দিয়েই এমন উদ্যোগ নেওয়া হয়েছে। সহজ ও সুলভ মূল্যে সিনেমা দেখা যাবে, আবার আলাদা সাবস্ক্রিপশনের দরকারও পড়বে না। একবার টিকিট কাটলেই পুরো সিনেমা দেখা যাবে নির্ধারিত সময়সীমার মধ্যে।
‘সিতারে জমিন পর’–এর পর আমির খানের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও দুটি বড় বাজেটের ছবি আসছে। একটি হলো ‘লাহোর ১৯৪৭’, যেখানে অভিনয় করছেন সানি দেওল ও প্রীতি জিনতা। আরেকটি ‘এক দিন’, যেখানে থাকছেন জুনায়েদ খান ও সাই পল্লবী।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)