মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
অভিনেত্রী ও গায়িকা শেহনাজ গিল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন তিনি।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, অসুস্থের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই শেহনাজের ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ‘বিগ বস ১৮’-এর বিজয়ী করণবীর মেহতা হাসপাতালে শেহনাজের সঙ্গে দেখা করতে যান এবং সেই মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন।
ভিডিওতে দেখা যায়, শেহনাজ হাসপাতালের বিছানায় শুয়ে আছেন এবং তার দুই হাতে আইভি ড্রিপ লাগানো। অসুস্থ থাকা সত্ত্বেও তিনি হাসিমুখে ক্যামেরার দিকে তাকিয়ে ছিলেন। করণবীর মজা করে বলেন, ‘এই দেখো বেচারিকে। ওর কী যে হয়েছে।’ উত্তরে শেহনাজ হাসতে হাসতে বলেন, ‘এ (করণবীর) আমাকে খুব হাসাচ্ছে।’
শেহনাজের ঘনিষ্ঠ সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে, রক্তচাপ অতিরিক্ত কমে যাওয়ার কারণে তিনি দুর্বল হয়ে পড়েন। তাই তাকে গ্লুকোজ ড্রিপ দেওয়া হচ্ছে। শেহনাজ বা তার টিমের পক্ষ থেকে অসুস্থতা নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।
শেহনাজের অসুস্থতার কারণ হিসেবে অনেক অনুরাগী মনে করছেন, হঠাৎ ওজন কমানোর কারণেই তার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়েছে। অনেকেই তাকে স্বাস্থ্যকর খাওয়া-দাওয়া করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন যে সামান্য ওজন বাড়লে তাকে আরও মিষ্টি দেখাবে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)