বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


সালমান খানকে কষে চড়, কে ছিলেন সেই নবাগত অভিনেতা?

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১৫:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পারতপক্ষে সালমান খানের সঙ্গে দ্বন্দ্বে জরায় না কেউ। কেননা ভাইজান যত দিল দরিয়া রেগে গেলে ততটাই ভয়ংকর। বি-টাউন থেকেই অস্তিত্ব মুছে দিতে চান প্রতিপক্ষের। সেই সালমানকে একবার ঠাটিয়ে চড় মেড়েছিলেন নবাগত এক অভিনেতা।

সালমানের গালে সপাটে মেরেছিলেন জিশান আইয়ুব। তবে ভাইজান ভক্তদের এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। কেননা এটি ‘টিউবলাইট’ সিনেমার ঘটনা। জিশান তখন নতুন। সিনেমার একটি দৃশ্য ছিল, যেখানে সালমানকে চড় দিতে হবে।

আইয়ুবের কথায়, “একটি দৃশ্য ছিল একটি ছোট্ট সেতুর ওপর। ওকে থামিয়ে আমি চড় মারি আর তিনি সেতু থেকে নীচে পড়ে যান। সেই প্রথম সালমান স্যরের সঙ্গে সাক্ষাৎ। প্রথম দেখাতেই এমন ঘটে যায়।”

তবে অভিনয়ের খাতিরে হলেও বুকের ভেতর ছয় পাই নয় পাই করছিল আইয়ুবের। কেননা সালমান খান বলে কথা। যদি কিছু মনে করে বসেন। ভাওয়ে কাঁপছিলেন অভিনেতা।

বিষয়টি নিয়ে তিনি বলেন, “খুব ভয় লাগছিল। তিনি যদি রেগে যান, এই ভেবে আমি দূর থেকে চড়টা মারছিলাম। ফলে সে দৃশ্যটি ভালো দেখতে লাগছিল না, খুব মেকি মনে হচ্ছিল। তখন সালমান স্যর নিজেই বলেন, ‘আবার কাছ থেকে মারো’। কিন্তু আমার বুক কাঁপছিল।”

সালমান অভয় দিলেও এক বুক ভয় নিয়ে-ই চড় মেরেছিলেন আইয়ুব। মনে মন ভাবছিলেন আজ-ই বুঝি ক্যারিয়ারের শেষ দিন। তবে সেরকম কিছু হয়নি। কেননা চড় খেয়ে তার অভিনয়ের প্রশংসা করেছিলেন সালমান। এতে হাঁফ ছেড়ে বেঁচেছিলেন অভিনেতা।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫