রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


১৯ বছর বয়সে অনেক নির্বোধ মন্তব্য করেছি: ম্রুণাল

বিনোদন ডেস্ক

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১৩:৫০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

গায়ের রং, শরীর নিয়ে বহুবার কটাক্ষের শিকার হয়েছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। কয়েক বছর আগে তাঁকে নিয়ে সমালোচনা করেছিলেন আরেক অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। তখন এক সাক্ষাৎকারে ম্রুণাল বলেছিলেন, ‘ইশ্, এমন পেশিবহুল পুরুষালি চেহারার মেয়েকে কোনো ছেলে পছন্দ করে না।’

ছয় বছর আগের ম্রুণালের সাক্ষাৎকারের সেই অংশ সম্প্রতি আবার সামাজিক মাধ্যমে ‘ভাইরাল’ হতে শুরু করে। বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানান বিপাশা বসু। নারীরা যেন নারীদের পাশে দাঁড়ান–এমন বার্তা দিয়ে তিনি ‘পুরোনো ধ্যানধারণা ভাঙার’ আহ্বান জানান তিনি। শেষ পর্যন্ত এক বিবৃতিতে নিজের পুরোনো বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন ম্রুণাল। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ম্রুণাল বৃহস্পতিবার তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে একটি বিবৃতি প্রকাশ করে লেখেন, তাঁর শব্দচয়নের ব্যাপারে আরও সচেতন হওয়া উচিত ছিল। যদিও সেখানে কারও নাম উল্লেখ করেননি, তবে তাঁর বার্তা ছিল পরোক্ষভাবে সেই ঘটনার প্রতিক্রিয়া।

৩৩ বছর বয়সী এই অভিনেত্রী লেখেন, ‘১৯ বছর বয়সে আমি অনেক নির্বোধ মন্তব্য করেছি। তখন আমি বুঝতে পারিনি আমার কথার কতটা প্রভাব পড়তে পারে–এমনকী মজার ছলেও সেটি কাউকে কষ্ট দিতে পারে। কিন্তু আমি জানি সেরকমই হয়েছে, আর তাঁর জন্য আমি গভীরভাবে দুঃখিত।’ তিনি আরও লেখেন, ‘আমার উদ্দেশ্য কখনও কাউকে শরীর নিয়ে অপমান করা ছিল না। এটি এক মজার আলাপচারিতা ছিল, যেটির মাত্রা ঠিক ছিল না। আমি বুঝি, সেটি কেমন শোনাচ্ছিল। সত্যিই চাই, আমি অন্যভাবে কথা বলতাম। সময়ের সঙ্গে সঙ্গে আমি বুঝেছি সৌন্দর্য অনেক রকমের হতে পারে এবং এখন আমি সত্যিই এই ভাবনার মূল্য দিই।’

নিজের ভুল বুঝতে পারায় অনেকেই অভিনেত্রীর প্রশংসা করেছেন। তবে বিপাশা এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি।

এদিকে বিপাশার কাছে ক্ষমা চাওয়ার পর এবার হিনা খান ম্রুণালের পাশে দাঁড়ালেন। তিনি জানালেন, তিনি গর্বিত যে, ম্রুণাল তাঁর ভুল স্বীকার করেছেন। হিনা খান তাঁর ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন–জ্ঞান হলো জ্ঞানবৃক্ষের ফল, যা অভিজ্ঞতার মধ্যে প্রোথিত। আমাদের সামাজিক দক্ষতা, যোগাযোগ এবং বোঝার গভীরতা সময়ের সঙ্গে সঙ্গে আসে। আমরা সকলেই ভুল করি, বিশেষ করে যখন আমরা ছোট থাকি। ম্রুণালের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক। আমি অতীতেও এমন বোকা বোকা ভুল করেছি।’

হিনা খান আরও লিখেছেন, ‘আমরা অনেকেই অনেক কিছু কথা বলে থাকি, কিন্তু তা সামাল দেওয়ার দক্ষতা আমাদের থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বদলে যাই, আমাদের মনের পরিবর্তন হয়, আমরা সহানুভূতিশীল হয়ে উঠি। আমরা একে অপরকে উন্নতির শিখরের দিকে এগিয়ে যেতে সাহায্য করি... একে অপরের মুকুট ঠিক করতে শিখি।’ এই স্টোরিতে ম্রুণালের পাশাপাশি হিনা খান বিপাশা বসুরও প্রশংসা করেছেন। তিনি লিখেছেন যে বিপাশা এবং ম্রুণাল দু’জনেই অসাধারণ। তিনি জানান যে বিপাশা সমগ্র সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণা। আমি খুব খুশি এবং গর্বিত যে ম্রুণাল তাঁর ভুল মেনে নিয়েছেন।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫