শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২


বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বিমানবালাকে নিয়ে ডেটে যান সাইফ!

বিনোদন ডেস্ক

প্রকাশিত:২৬ ডিসেম্বর ২০২৩, ০১:২৭

ফাইল ছবি

ফাইল ছবি

কফি উইথ করণ সিজন-৮ এর নতুন পর্বে হাজির হচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান ও তার মা অভিনেত্রী শর্মিলা ঠাকুর। ইতোমধ্যেই অনুষ্ঠানটির একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ছেলের পর্দা ফাঁস করতে দেখা গেছে মা শর্মিলাকে।

ভিডিওর শুরুতে দেখা যায়, অনুষ্ঠানে দুজনেই কালো পোশাকে হাজির হয়েছেন। এসময় শর্মিলাকে করণ প্রশ্ন করেন, শেষ কবে তিনি সাইফকে তিরস্কার করেছেন। এর জবাবে অভিনেতার মা কোনো সময় না নিয়েই বলেন, ‘এই তো কয়েক মিনিট আগে।’

এরপর সাইফ আলী খান সম্পর্কে আরও কিছু অজানা তথ্য জানতে চান করণ জোহর। তখন ছেলের বিশ্ববিদ্যালয় সময়কালীন এক ঘটনা সামনে আনেন শর্মিলা। বলেন, ‘সাইফ তো পড়াশোনা করতে যেত না, বিশ্ববিদ্যালয়ে না গিয়ে বিমানবালার সঙ্গে ডেটে চলে যেত।’

সাইফ যখন ইংল্যান্ডে পড়তে গিয়েছিলেন এটি তখনকার ঘটনা। মা যখন একের পর এক বিস্ফোরক তথ্য ফাঁস করে যাচ্ছেন তখন সাইফও চেষ্টা করে যান তাকে থামাতে। কিন্তু করণ উল্টো অভিনেতাকেই থামিয়ে দেন।

এসব দেখে শেষে আক্ষেপের সুরে সাইফ বলেন, ‘আমাকে নিয়ে এসব শোনার জন্যই কি ডাকা হয়েছে!’ এরপর সবাই হেসে ওঠেন।

সামাজিক মাধ্যমে করণ জোহর এই প্রোমো ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এই সপ্তাহের মেনুতে আছে রয়্যাল কফি। মা ছেলের জুটি শর্মিলা ঠাকুর এবং সাইফ আলি খান।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১২ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪০ সন্ধ্যা
এশা ০৭:৫৮ রাত

শনিবার ৯ আগস্ট ২০২৫