বৃহঃস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২
ছবি সংগৃহীত
রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের সহযোগী মিখাইল বোগদানভ পদত্যাগ করেছেন। বুধবার (৯ জুলাই) প্রেসিডেন্টের জারি করা এক ডিক্রিতে তার পদত্যাগ নিশ্চিত করা হয়েছে।
রুশ সংবাদ সংস্থার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ।
সূত্রের বরাতে রুশ সংবাদ সংস্থাটি জানিয়েছে, ৭৪ বছর বয়সি মিখাইল বোগদানভ মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় পুতিনের বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন।
বোগদানভ ১৯৭৪ সালে সোভিয়েত যুগে মস্কো স্টেট ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং অবিলম্বে একজন আঞ্চলিক বিশেষজ্ঞ হিসেবে কূটনৈতিক কর্মজীবন শুরু করেন।
তিনি ১৯৯৭ থেকে ২০০২ সাল পর্যন্ত ইসরাইলে রুশ রাষ্ট্রদূত এবং ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত মিশরে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
পুতিনের অধীনে, তিনি ২০১২ সাল থেকে মধ্যপ্রাচ্যে এবং ২০১৪ সাল থেকে আফ্রিকায় প্রেসিডেন্টের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)