শুক্রবার, ৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২


মুরাদনগরের ঘটনায় ভিডিও ভাইরাল করা ৪ জন রিমান্ডে

আদালত প্রতিবেদক

প্রকাশিত:৩ জুলাই ২০২৫, ১৮:১৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কুমিল্লার মুরাদনগরে এক নারীকে ধর্ষণ ও নিপীড়নের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেপ্তার চার আসামির তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আসামিরা হলেন- জাফর আলীর ছেলে রমজান, আব্দুল হান্নানের ছেলে মোহাম্মদ আলী সুমন, মো. আলমের ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

বৃহস্পতিবার (৩ জুলাই) শুনানি শেষে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ১১ নম্বর আমলি আদালতের বিচারক মুমিনুল হক এ আদেশ দেন। এর আগে গ্রেপ্তার চার আসামির সাত দিনের রিমান্ড আবেদন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও মুরাদনগর থানা পুলিশের উপপরিদর্শক রুহুল আমিন ঢাকা পোস্টকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেপ্তার চারজনের সাত দিন করে রিমান্ড আবেদন করা হয়েছিল। আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আগামী সাত কার্যদিবসের মধ্যে তাদের জিজ্ঞাসাবাদের কার্যক্রম শেষ করা হবে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৬ জুন) কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাঁচকিত্তা গ্রামে বাবার বাড়িতে বেড়াতে আসা এক নারীকে (২৫) ধর্ষণের অভিযোগ ওঠে ফজর আলী নামে (৩৮) এক যুবকের বিরুদ্ধে। তাদের মারধর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে বিষয়টি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়। গত শুক্রবার বিকেলে এ ঘটনায় ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে মুরাদনগর থানায় ধর্ষণ মামলা করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে ভিডিও ভাইরাল করার দায়ে চারজনকে এবং ঘটনার মূল অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৯ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৭ রাত

শুক্রবার ৪ জুলাই ২০২৫