মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২


হানিফ ফ্লাইওভারে কাজ করার সময় নিচে পড়ে এক ব্যক্তির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২০ মে ২০২৫, ১৩:৩৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাজধানীর বংশাল থানার হানিফ ফ্লাইওভারের বৈদ্যুতিক ল্যাম্পপোস্টে কাজ করার সময় নিচে পড়ে মোজাম্মেল হোসেন (৩৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বেলা ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা আশিকুজ্জামান নামে এক ব্যক্তি বলেন, আমরা সকালের দিকে ফ্লাইওভারের ল্যাম্পপোস্টে সিসি ক্যামেরার কাজ করছিলাম। কাজ করার সময় হঠাৎ সে নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, ওই ল্যাম্পপোস্টে প্রথমে উপরে ওঠেন মোজাম্মেল হোসেন, নিচে ছিলেন তার ছোট ভাই। ল্যাম্পপোস্টে ইলেকট্রিক শক হয়ে মোজাম্মেল নিচে পড়েছে নাকি স্ট্রোক করেছে সে বিষয়ে জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি বংশাল থানা পুলিশকে জানিয়েছি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫০ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬:৪০ সন্ধ্যা
এশা ০৭:৫৯ রাত

মঙ্গলবার ২০ মে ২০২৫