বৃহঃস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২


চীনে পাচারের চেষ্টা: ভুক্তভোগীর অভিযোগে ধরা মানবপাচার চক্রের তিন সদস্য

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২৮ মে ২০২৫, ১১:৪৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চীনে এক তরুণীকে পাচারের চেষ্টা করছিল একটি সংঘবদ্ধ চক্র। ভুক্তভোগী নারী নিজের সাহসিকতায় বিষয়টি ফাঁস করে দেন। তার অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুই চীনা নাগরিকসহ তিনজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতাররা হলেন—চীনা নাগরিক হু জুনজুন (৩০), ঝাং লিজি (৫৪) এবং বাংলাদেশি নাগরিক মো. নয়ন আলি (৩০)।

এপিবিএনের পক্ষ থেকে জানানো হয়, গাইবান্ধার এক তরুণী (১৯) বিমানবন্দরে উপস্থিত হয়ে জানান, তাকে জোরপূর্বক চীনে পাচারের চেষ্টা চলছে। তার তথ্য অনুযায়ী, এপিবিএন সদস্যরা ঝাং লিজিকে আটক করেন এবং পরে তাকে জিজ্ঞাসাবাদে পুরো চক্রের বিষয়ে জানা যায়।

তদন্তে উঠে আসে, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অবস্থান করছেন মানবপাচার চক্রের বাকি সদস্যরা। সেখানেই অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মো. নয়ন আলিকে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। অভিযানে চক্রের ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ নথি ও সরঞ্জাম জব্দ করা হয়।

সূত্র জানায়, হু জুনজুন ও ঝাং লিজি এক বছর আগে বাংলাদেশে আসেন। বসুন্ধরা এলাকায় ভাড়া বাসায় তারা অবস্থান করতেন। বাংলাদেশে এসে তারা স্থানীয় দালালদের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে মো. নয়ন আলির সহায়তায় গাইবান্ধার ওই তরুণীকে ফাঁদে ফেলে।

তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে তার নামে জাল কাগজপত্র তৈরি করা হয়। চলতি বছরের মার্চে হু জুনজুনের সঙ্গে ১০ লাখ টাকা দেনমোহরে বিয়ে হয় তার। বিয়ের কাজে সহযোগিতা করেন ঝাং লিজি ও নয়ন আলি।

তবে এই বিয়ে ছিল পাচারের একটি অংশ মাত্র। পরে ওই তরুণীকে না জানিয়ে তার নামে বিমান টিকিট কাটা হয় এবং জোর করে তাকে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়। বুঝতে পেরে ওই তরুণী সাহস করে পুলিশের কাছে যান এবং সবকিছু খুলে বলেন। এর ভিত্তিতে মামলা দায়ের করেন ভুক্তভোগীর মা। মঙ্গলবার রাতে বিমানবন্দর থানায় মানবপাচার আইনে মামলা দায়ের করা হয়।

এপিবিএনের অপারেশন্স বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, এই চক্রটি গ্রামের সহজ-সরল মেয়েদের নানা প্রতিশ্রুতি দিয়ে চীনে পাচারের চেষ্টা করে। এটি ছিল আমাদের হাতে ধরা পড়া দ্বিতীয় চীনা মানবপাচার চক্র। আমরা গোপন তথ্য পেলে দ্রুত ব্যবস্থা নিই।

তিনি আরও জানান, চক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে এ ঘটনায় দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মানবপাচার রোধে সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৬ ভোর
যোহর ১১:৫৬ দুপুর
আছর ০৪:৩৫ বিকেল
মাগরিব ০৬:৪৪ সন্ধ্যা
এশা ০৮:০৬ রাত

বৃহঃস্পতিবার ২৯ মে ২০২৫