মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২
ছবি সংগৃহীত
জাতীয় পরিচয়পত্রে ধর্ম পরিবর্তন করতে যে শর্ত তা পর্যালোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন(ইসি)। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে বৈঠকটি মঙ্গলবার (১ জুলাই) বিকেল ৩টায় নির্বাচন ভবনে অনুষ্ঠিত হবে।
ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেনের স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এ তথ্য জানা যায়।
ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে ধর্ম পরিবর্তন করতে হলে ম্যাজিস্ট্রেট কর্তৃক হফলনামা, পত্রিকায় বিজ্ঞপ্তি, নিকহানামা ও ম্যাধমিক পাশ থাকলে একটি ঘোষণা পত্র যে ৩ মাসের মধ্যে শিক্ষা সনদ সংশোধন করবে। এ সকল কাগজপত্র দিয়ে আবেদন করলে ধর্ম ও নিজ নাম পরিবর্তন করা হয়। তবে কোনোভাবেই পিতা-মাতার নাম পরিবর্তন করা হয় না।
সভায় যে বিষয়গুলো নিয়ে আলোচনা হবে-
১. জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত কার্যক্রম সহজীকরণ' বিষয়ে আগামী ১০ জুলাই ২০২৫ তারিখে অনুষ্ঠেয় কর্মশালার প্রস্তুতি।
২. প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের ভোটার নিবন্ধন ও স্মার্ট জাতীয় পরিচয়পত্র প্রদান বিষয়ক আদর্শ পরিচালনা পদ্ধতি (SOP) সংশোধন।
৩. জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত SOP-এ
(ক) ধর্ম পরিবর্তন সংক্রান্ত শর্তাবলি পর্যালোচনা;
(খ) বিভিন্ন ক্যাটাগরির আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে সময় নির্ধারণসহ অন্যান্য বিষয়াবলী পর্যালোচনা।
(৪) এনআইডি সেবা গ্রহণের ক্ষেত্রে বিদ্যমান ফি/চার্জ সংশোধন/বৃদ্ধিকরণ ও জাতীয় পরিচয়পত্র ও তথ্য-উপাত্ত (সংশোধন, যাচাই এবং সরবরাহ) প্রবিধানমালা ২০১৪ এর সংশ্লিষ্ট প্রবিধি সংশোধন ও বিবিধ।
বর্তমানে ইসির সার্ভারে ১২ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে। এদেরই এনআইডিতে কোনো না কোনো সমস্যা থাকার কারণে সংশোধনের আবেদন করেন। আবেদনগুলোর জটিলতার ধরন অনুযায়ী, কয়ভাগে ভাগ করে নিষ্পত্তি করে ইসি।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)