মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২


সাবেক ইসি মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:২১ জুলাই ২০২৫, ১৫:৩৫

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সাবেক নির্বাচন কমিশনার (ইসি) মোহাম্মদ আবদুল মোবারক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন।

ঢাকা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এবিএম আব্দুস সাত্তার এক শোকবার্তায় জানান, সোমবার (২১ জুলাই) সকাল ৭টা ৫০ মিনিটে চট্টগ্রামে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবেক এই নির্বাচন কমিশনার।

আবদুল মোবারক ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। তাদের আমলে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৫৩ জন এমপি বিনাপ্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হওয়ায় বেশ বিতর্কের জন্ম দেয়।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫০ সন্ধ্যা
এশা ০৮:১১ রাত

মঙ্গলবার ২২ জুলাই ২০২৫