বৃহঃস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২


তফসিলের আগেই পদত্যাগ করবেন উপদেষ্টা আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৪ আগষ্ট ২০২৫, ১৬:০৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

কমিশন যে আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবেন, তার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা করে নেবেন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি। বলেন, ‘সরকারে থেকে কারোই নির্বাচন করা উচিত নয়। হয়ত পরিচিতির কারণে আমার (আসিফ) ও তথ্য উপদেষ্টা মাহফুজের কথা বেশি আসছে। কিন্তু বর্তমান সরকারে আরও অনেকে আছেন, যাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল বা আছে। তারাও ভোট করলেও তফসিলের আগে পদত্যাগ করা উচিত।’

এনসিপিতে যোগ দেবেন কিনা, এমন প্রশ্নেরও জবাব দেন তিনি। বলেন, ‘এনসিপিতেই যোগ দেব, এটা ধরে নেওয়া উচিত হবে না। এটা পরে বিবেচনা করব।’

প্রধান উপদেষ্টার কথা স্মরণ করিয়ে দিয়ে আসিফ মাহমুদ বলেন, যেহেতু সরকারের পক্ষ থেকে বার বার বলা হচ্ছে সর্বকালের সেরা একটা নির্বাচন উপহার দিতে চায়, তাই সেটা হতেই হবে। আর যদি সেটা করা না যায়, সে ঐতিহাসিক দায় সবার ওপরই বর্তাবে।

কুমিল্লা থেকে নির্বাচন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সে বিষয়েও এখনও কোনো সিদ্ধান্ত নেননি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৬ সন্ধ্যা
এশা ০৭:৫৩ রাত

বৃহঃস্পতিবার ১৪ আগস্ট ২০২৫