শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২৯ ভাদ্র ১৪৩২


ডাকসুতে ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ এনসিপি নেতাদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত:১৩ সেপ্টেম্বর ২০২৫, ১৩:২৫

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন সমর্থিত প্যানেলের ভরাডুবি নিয়ে হতাশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।

শুক্রবার রাত ৮টা থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এনসিপির নির্বাহী কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে ডাকসু নির্বাচনে এমন পরাজয়ে হতাশা প্রকাশ করেন নেতারা। তবে ভুল শুধরে এগিয়ে যাওয়ার দিকে মনোযোগ দিতে বলেন তারা।

সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও নাহিদা সারওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদসহ নির্বাহী কাউন্সিলের নেতারা উপস্থিত ছিলেন।

রাজধানীর বাংলামোটরের রূপায়ণ টাওয়ারের অস্থায়ী প্রধান কার্যালয়ে সভার এজেন্ডা ছিল জুলাই সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে আলোচনা এবং গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের দাবি। তবে ঘুরেফিরে ডাকসু নির্বাচনে পরাজয়ের প্রসঙ্গ আসে। কেন্দ্রীয় সংসদে একজনও জিততে না পারার পেছনে বিভিন্ন কারণ তুলে ধরেন নেতারা।

বৈঠক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলের সমর্থিত প্যানেলের পরাজয়ের বিষয়টি আলোচনা করা হয়। গণঅভ্যুত্থানের পরে প্রথম নির্বাচনেই এমন ভরাডুবি নেতাদের ভাবাচ্ছে বলে অনেকেই সভা বলেন। বৈঠকে দুই-চার বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে গণপরিষদের দাবি নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্র জানিয়েছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৮ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:২১ বিকেল
মাগরিব ০৬.০৮ সন্ধ্যা
এশা ০৭:২১ রাত

শনিবার ১৩ সেপ্টেম্বর ২০২৫