শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২


শিশুর বিছানা আলাদা করবেন যে বয়সে

ধর্ম ডেস্ক

প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ১২:৩২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

শিশু মা-বাবার আদর-স্নেহে বেড়ে উঠে। জন্মের পর থেকে নির্দিষ্ট বয়স পর্যন্ত শিশুকে দেখেশুনে আদর-যত্নে রাখেন মা-বাবা। মা-বাবার সঙ্গে একই বিছানাতেও ঘুমায় শিশুরা।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শিশুরা অনেক কিছুই শিখে ফেলে। মা-বাবা ওপর নির্ভরতা ছাড়াও কাজ করতে শেখে। পরিবর্তন ও বুঝতে শেখার বয়সে শিশুর বিছানা আলাদা করে দিতে হয়।

সন্তানের বয়স ১০ বছর হলে তার বিছানা আলাদা করে দেওয়ার কথা বলা হয়েছে হাদিসে। আর হাদিসের কিছু বর্ণনায় সাত বছরের কথাও এসেছে।

হাদিসের ভাষ্য মতে সাত বছর বয়স হলে শিশুর বিছানা আলাদা করার ব্যাপারে সতর্ক হওয়া উচিত। অঅর ১০ বছর হয়ে গেলে বিছানা পৃথক করা জরুরি।

আমর ইবনু শুয়াইব (রহ.) থেকে পর্যায়ক্রমে তাঁর পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন—

তোমাদের সন্তানদের বয়স সাত বছর হলে তাদের সালাতের জন্য নির্দেশ দাও। যখন তাদের বয়স ১০ বছর হয়ে যাবে, তখন (সালাত আদায় না করলে) এ জন্য তাদের মারবে এবং তাদের ঘুমের বিছানা আলাদা করে দেবে।’ (আবু দাউদ, হাদিস : ৪৯৫)

আবদুল মালিক বিন রাবি বিন সাবরাহ পর্যায়ক্রমে তাঁর পিতা ও দাদার সূত্রে বর্ণনা করেন, রাসুল (সা.) ইরশাদ করেছেন, ‘যখন সন্তানের বয়স সাত বছর হয়, তখন তার বিছানা আলাদা করে দাও।’ (দারা কুতনি, হাদিস : ৮৮৬)

ডিএম /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৪৯ সন্ধ্যা
এশা ০৮:১০ রাত

শুক্রবার ২৫ জুলাই ২০২৫