রবিবার, ৬ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২


জার্মান জায়ান্টদের থামিয়ে সেমিতে পিএসজি-রিয়াল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৬ জুলাই ২০২৫, ১০:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

নয়জনে নেমে এসেছিল পিএসজি। তবে শঙ্কা বাড়েনি। উল্টো জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ওপর ছড়ি ঘুরিয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ আটও নিশ্চিত করেছে। একই রাতে রিয়াল মাদ্রিদের কাছে হেরেছে বুন্দেসলিগার আরেক ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। কোয়ার্টারের এই দল মুখোমুখি হবে ফাইনালের টিকিট পেতে।

শনিবার রাতে বায়ার্নকে ২-০ গোলে হারিয়ে দেয় লুইস এনরিকের দল। আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের লম্বা সময় কেটেছে গোলখরায়। প্রথমার্ধের শেষদিকে ভয়াবহ চোট নিয়ে মাঠ ছাড়েন বায়ার্ন ফরোয়ার্ড জামাল মুসিয়ালা।

ম্যাচের গোলখরা কাটে ৭৮ মিনিটে। মিউনিখের জালে বল জড়ান ডিজেরি দুয়ে। চার মিনিট পর লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ডিফেন্ডার উইলিয়ান জোয়েল পাচো। এরপর ৯২ মিনিটে লাল কার্ড খান থিও হার্নান্দেজ। নয়জনের দলে পেয়েও ফায়দা নিতে পারেনি বায়ার্ন। উল্টো যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে বায়ার্নের জালে বল জড়ান উসমান ডেম্বেলে। তাতেই নিশ্চিত হয় শেষ চার।

একই রাতে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারায় রিয়াল। গনসালো গার্সিয়া ও ফ্রান গার্সিয়ার গোলে নির্ধারিত ৯০ মিনিট শেষে ২-০ গোলে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। যোগ করা সময়ে নাটকীয়তায় হয়েছে আরও ৩ গোল। এই সময়ে গোল পাল্টা গোল, পেনাল্টি, লাল কার্ড, নাটকীয় সেভে ম্যাচ জমে ওঠে। তবে শেষ হাসি হেসেছে রিয়াল।

টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী বুধবার রাতে তাদের প্রতিপক্ষ পিএসজি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫০ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

রবিবার ৬ জুলাই ২০২৫