শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২


হোয়াইটওয়াশের লক্ষ্যে যে একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ১২:৪৮

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাকিস্তানের মাটিতে কদিন আগে পাত্তাই পায়নি বাংলাদেশ। ঘরের মাঠে ফিরতি সিরিজেই দারুণ প্রতিশোধ নিয়েছে লিটন দাসের দল। টানা দুই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচে আজ (বৃহস্পতিবার) মুখোমুখি হবে দুই দল।

এরই মধ্যে দুই জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলায় বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ করার হাতছানি। অন্যদিকে, বিপর্যস্ত পাকিস্তান ঘুরে দাঁড়িয়ে শেষটা জয়ে রাঙাতে চাইবে। মিরপুর শেরে-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় খেলা শুরু হওয়ার কথা রয়েছে।

শেষ ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে সেটা নিয়ে রয়েছে কৌতূহল। গেল ম্যাচে একাদশের বাইরে থাকা তানজিদ হাসান তামিমকে দেখা যেতে পারে এই ম্যাচে, নাঈম শেখের বদলি হিসেবে। এ ছাড়া ফিরতে পারেন তাসকিন আহমেদ।

একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ: তানজিদ তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন দাস (উইকেটরক্ষক এবং অধিনায়ক), তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

পাকিস্তান : ফখর জামান, সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, হাসান নওায়াজ, সালমান আলী আঘা (অধিনায়ক), খুশদিল শাহ, হুসাইন তালাত, ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি, সালমান মির্জা, আহমেদ দানিয়েল।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৪৯ সন্ধ্যা
এশা ০৮:১০ রাত

শুক্রবার ২৫ জুলাই ২০২৫