রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


অ্যাশেজের আগেই বিশাল ধাক্কা ইংল্যান্ড দলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ১১:৪৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

বর্তমানে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যস্ত ইংল্যান্ড দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ শুরু হতে বাকি আরো ৪ মাস। তবুও সেই সিরিজের সম্ভাব্য দলের ভাবনায় বড় ধাক্কা খেয়েছে ইংলিশরা। ইনজুরিতে লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন ক্রিস ওকস। যিনি ধারাবাহিক পারফরম্যান্সে দলটির পেস বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছিলেন।

ওভালে চলমান সিরিজের পঞ্চম টেস্টের প্রথম দিন বাউন্ডারি বাঁচাতে গিয়ে চোট পান ক্রিস ওকস। অবস্থা এতটাই গুরুতর যে বল, ব্যাট কিছুই করতে পারছেন না ইংল্যান্ডের অলরাউন্ডার। জানা গেছে, তার কাঁধের হাড় সরে গেছে। অস্ত্রোপচার করাতে হতে পারে। তবে অস্ত্রোপচারের ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি চিকিৎসকরা।

ওকসের মাঠে ফিরতে কত দিন সময় লাগবে, তা এখনই বলতে পারছেন না চিকিৎসকরা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এই পেসারের মাঠে ফিরতে ১২ থেকে ১৪ সপ্তাহের মতো সময় লাগতে পারে। আর এ কারণেই ওকসকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজেও ইংল্যান্ডের পাওয়ার সম্ভাবনা কম।

অ্যাশেজ সিরিজের মধ্যে ওকসের পক্ষে টেস্ট খেলার মতো ফিটনেস ফিরে পাওয়া সম্ভব হবে না বলেই মনে করছেন চিকিৎসকরা। সর্বোচ্চ টি-টোয়েন্টি খেলার মতো ফর্ম পেতে পারেন। ফলে তাকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের পরিকল্পনা করতে হবে ব্রেন্ডন ম্যাককালামদের।

অবশ্য ওকস খেলতে না পারলেও বেন স্টোকসদের খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। অ্যাশেজে তিনি দলে জোফরা আর্চার, গাস অ্যাটকিনসনের মতো ফাস্ট বোলারদের পাবেন। চোট সারিয়ে ফিরে এসেছেন দু’জনেই। ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলছেন। ছোট একটা চোটের জন্য ভারতের বিরুদ্ধে পঞ্চম টেস্ট খেলতে পারছেন না আর্চার। এর বাইরে চোট সারিয়ে মাঠে ফেরার জন্য তৈরি মার্ক উড।

এবারের অ্যাশেজ সিরিজ হবে অস্ট্রেলিয়ার মাটিতে। আগামী ২১ নভেম্বর থেকে পার্থে শুরু হবে দু’দেশের প্রথম টেস্ট। সিরিজ শেষ হবে ২০২৬ সালের ৮ জানুয়ারি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫