শনিবার, ৯ আগস্ট ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২


পাকিস্তানের বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে বিশ্ব রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৯ আগষ্ট ২০২৫, ১৬:৫৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে শেষ বলে ছক্কা মেরে বিশ্ব রেকর্ড গড়েছেন আয়ারল্যান্ড নারী ক্রিকেটার জেন ম্যাগুয়ের।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলায় শেষ বলে জয়ের জন্য আয়ারল্যান্ডের প্রয়োজন ছিল ৪ রান। বোলিংয়ে ছিলেন আইসিসি নারী টি-টোয়েন্টি বোলারদের র‌্যাঙ্কিংয়ের এক নম্বর বোলার পাকিস্তানের সাদিয়া ইকবাল। তাকে ছক্কা মেরে এই রেকর্ড গড়েন জেন ম্যাগুয়ের। তিনি নিজের ইনিংসে প্রথম বলটি খেলতে নেমেই ইতিহাস গড়েন।

৮ আগস্ট শুক্রবার রাতে ডাবলিনে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে ম্যাগুয়েরের এই ছক্কায় ৪ উইকেটের জয় পায় আয়ারল্যান্ড, আর ম্যাগুয়ের গড়েছেন বিশ্ব রেকর্ড।

ম্যাগুয়েরই প্রথম ক্রিকেটার, যিনি নিজ ইনিংসে প্রথম বলে ছক্কা মেরে আন্তর্জাতিক ম্যাচ জেতালেন। এর আগে অনেকেই শেষ বলে ছক্কা মেরে জেতালেও সেগুলো কারও ইনিংসের প্রথম বল ছিল না।

জয়ের পর ম্যাগুয়ের বলেছেন, ‘মাত্র এক বল থাকায় (ব্যাটিংয়ে নামার সময়) খুব একটা ভালো লাগছিল না। রেব (রেবেকা স্টোকেল) বলল, নিজের শক্তির জায়গায় থেকে সোজা মারো। আমি সেটাই করেছি। ভাগ্য ভালো যে ফুল টস ছিল।’ ম্যাগুয়েরের কাছে জানতে চাওয়া হয়েছিল, টি–টোয়েন্টিতে এর আগে ছক্কা মেরেছন কি না? তাঁর উত্তর, ‘আন্তর্জাতিক ম্যাচে এর আগে কখনো ছক্কা মারিনি।’

মেয়েদের ঘরোয়া টি–টোয়েন্টিতে একটি ছক্কা আছে ম্যাগুয়েরের। কিন্তু আন্তর্জাতিক ম্যাচে এটাই তার প্রথম ছক্কা।

এদিন টসে জিতে আগে ব্যাটিং করা পাকিস্তান ৬ উইকেট ১৬৮ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেন শাওয়াল জুলফিকার। রান তারা করতে নেমে রোমাঞ্চকর ম্যাচে শেষ বলে জয় নিশ্চিত করে আয়ারল্যান্ড। দলের জয়ে অর্লা প্রেন্ডারগাস্ট ৫১ আর লরা ডেলানি ৪২ রান করেন।

তবে ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হন রেবেকা স্টোকেল। তার ইনিংসেই শেষ ৪ ওভারে ৪৫ রানের সমীকরণ মিলিয়েছে আয়ারল্যান্ড। বাঁহাতি স্পিনার সাদিয়ার ফুলটসে ছক্কা মেরে শেষ কাজটা করেছেন ম্যাগুয়ের।

তিন ম্যাচের এই সিরিজে প্রথম ম্যাচেও আয়ারল্যান্ডের কাছে হেরেছে পাকিস্তান। টানা দুই জয়ে সিরিজ জয় নিশ্চিত হলো আয়ারল্যান্ডের।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১২ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪১ বিকেল
মাগরিব ০৬.৪০ সন্ধ্যা
এশা ০৭:৫৮ রাত

শনিবার ৯ আগস্ট ২০২৫