বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২


চ্যাম্পিয়ন্স লিগ জেতানো নায়ককেই বিদায় করে দিলো পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:১৩ আগষ্ট ২০২৫, ১১:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

পিএসজির স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন্স লিগ জেতা। এ জন্য খরচ করেছে কাড়ি কাড়ি অর্থ, দলে টেনেছে নেইমার জুনিয়র, কিলিয়ান এমবাপে লিওনেল মেসির মত তারকা সব ফুটবলারকে। তারা কেউই পারেননি।

এই তিনজনই দল ছাড়ার পর অবশেষে গত মৌসুমে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের শিরোপা জিতে দলটি। আর এই জয়ের পথে অপরিসীম অবদান জিয়ানলুইজি দোন্নারুম্মা। তবে সেরা এই গোলরক্ষকের সঙ্গেই সম্পর্ক ছিন্ন করেছে ফরাসি ক্লাবটি।

গত মৌসুমে ক্লাবের ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এই তারকা গোলরক্ষককে হঠাৎই দল থেকে ছেঁটে ফেলেছেন কোচ লুইস এনরিকে। বিষয়টি নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন বার্তায় বিদায়ের ঘোষণা দিয়েছেন ২৬ বছর বয়সী ইতালিয়ান গোলরক্ষক।

সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘দুঃখজনকভাবে কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে যে, আমি আর দলের অংশ হতে পারব না বা দলের সাফল্যে অবদান রাখতে পারব না' আমি হতাশ এবং ভগ্নহৃদয়।’

২০২১ সালে পিএসজিতে যোগ দেন দোন্নারুম্মা। চুক্তির মেয়াদ রয়েছে আর মাত্র এক বছর। এর মধ্যেই ফরাসি ক্লাবটি শনিবার নতুন গোলরক্ষক হিসেবে লুকাস শেভালিয়েকে দলে নিয়েছে, যা দোন্নারুম্মার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বাড়িয়ে দেয়। সর্বশেষ তাকে বাদ রাখা হয়েছে টটেনহাম হটস্পারের বিপক্ষে সুপার কাপের ম্যাচ থেকেও।

এ নিয়ে সাংবাদ সম্মেলনে কোচ লুইস এনরিকে বলেন,‘এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সবসময় কঠিন। দোন্নারুম্মা নিঃসন্দেহে তার পজিশনে সেরা খেলোয়াড়দের একজন। তবে আমরা ভিন্ন ধরনের গোলরক্ষক চাচ্ছিলাম।’ তিনি আরও বলেন, ‘আমি দলের উন্নতির কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

ইতালিয়ান সাংবাদিকরা দোন্নারুম্মার পরিস্থিতি নিয়ে প্রশ্ন করলে কিছুটা বিরক্ত হয়ে এনরিকে বলেন,‘আর কোনো প্রশ্ন নয় এই বিষয়ে। এটা আমার এবং ক্লাবের যৌথ সিদ্ধান্ত। ক্লাব আমাকে সম্পূর্ণ সমর্থন করেছে। এখন আমাদের সবার জন্যই একটি সঠিক সমাধান খুঁজে বের করতে হবে।’

ভবিষ্যতে কোন ক্লাবে যাচ্ছেন দোন্নারুম্মা, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে বিদায়ের আগে পিএসজি সমর্থকদের কাছে শেষবারের মতো বিদায় জানাতে চান তিনি। ‘আমি আশা করি পার্ক দে প্রিন্সেসে উপস্থিত থেকে ভক্তদের চোখে চোখ রেখে বিদায় জানাতে পারব। যদি তা সম্ভব না হয়, তাহলে আপনাদের ভালোবাসা ও সমর্থনের জন্য চিরকাল কৃতজ্ঞ থাকব,’ বলেন দোন্নারুম্মা।

এই প্রসঙ্গে ক্লাব অধিনায়ক মার্কিনহোস বলেন,‘আমি এখানে ১২-১৩ বছর ধরে আছি। অনেক খেলোয়াড়কে এভাবে যেতে দেখেছি। জীবন ও ফুটবল এমনই। একদিন আমিও বিদায় নেব। যদি দোন্নারুম্মা থেকে যায়, আমরা তাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করব। কারণ গত মৌসুমে আমরা যে সাফল্য পেয়েছি, তার পেছনে ওর বিশাল অবদান রয়েছে।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৭ সন্ধ্যা
এশা ০৭:৫৪ রাত

বুধবার ১৩ আগস্ট ২০২৫