বুধবার, ১৩ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২


এশিয়া কাপে গিল-রাহুলের জায়গা হচ্ছে না!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত:১৩ আগষ্ট ২০২৫, ১৫:০৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এশিয়া কাপের দলে ভারতের তিন তারকা ব্যাটসম্যানের নাকি জায়গা হচ্ছে না। এই তারকারা হলেন শুভমান গিল, লোকেশ রাহুল ও যশস্বী জয়সোয়াল। আগামী টি২০ বিশ্বকাপের প্রস্তুতিটা এশিয়া কাপ থেকেই শুরু করে দিতে চাইছে ভারত। কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগারকারের সেই পরিকল্পনায় এ তিনজন নেই বলে ইঙ্গিত মিলেছে।

আগামী ৯ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে টি২০ ফরম্যাটের এশিয়া কাপ শুরু হবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, ১৯ বা ২০ আগস্ট এশিয়া কাপের দল ঘোষণা করতে পারে ভারত। তবে এ ব্যাপারটা পুরোপুরি নির্ভর করছে বেঙ্গালুরু জাতীয় ক্রিকেট একাডেমির মেডিকেল বিভাগের ওপর। তারা প্রত্যেক ক্রিকেটারের ফিটনেস রিপোর্ট পাঠাবে, সেটা দেখে দল নির্বাচন করা হবে।

পিটিআই জানিয়েছে, এশিয়া কাপে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা করবে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাদের টপ ও মিডল অর্ডার প্রায় পাকা। ওপেন করবেন অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। তিনে অধিনায়ক সূর্যকুমার যাদব, চারে তিলক ভার্মা, পাঁচ নম্বরে হার্দিক পান্ডিয়ার জায়গা মোটামুটি পাকা। এই ব্যাটিং অর্ডারে শুভমান, রাহুল ও জয়সোয়ালের জায়গা কোথায়?

পিটিআইকে ভারতের এক বোর্ড কর্তা বলেছেন, অভিষেক এখন টি২০তে বিশ্বের সেরা ওপেনার। উইকেটরক্ষক ও ব্যাটার হিসেবে দুর্দান্ত মৌসুম কেটেছে সঞ্জুর। সূর্য অধিনায়ক, তিলকও নিজেকে প্রমাণ করেছে। তাই শুভমানের জায়গা হচ্ছে না। জয়সোয়ালকেও এই দলে রাখা মুশকিল। এমনকি রাহুলেরও জায়গা হচ্ছে না।’

এই তিন তারকার বাইরে গত আইপিএলে সর্বোচ্চ রান করা সাই সুদর্শনেরও জায়গা হচ্ছে না এই দলে। ঋষভ পন্ত চোট পাওয়ায় তাঁর কথা ভাবা হচ্ছে না। দ্বিতীয় কিপার হিসেবে জিতেশ শর্মা বা ধ্রুব জুরেলকে মধ্যে একজনকে নেওয়া হবে। ছয় থেকে আট নম্বর পর্যন্ত অলরাউন্ডার খেলাবে ভারত।

সে তালিকায় রয়েছেন রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর ও শিবম দুবে। স্পেশালিস্ট স্পিনার হিসেবে আছেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব। পেসারদের তালিকায় এগিয়ে আছেন জাসপ্রিত বুমরাহ ও অর্শদীপ সিং। তাদের সঙ্গে হার্ষিত রানা ও প্রসিধ কৃষ্ণা সুযোগ পেতে পারেন এশিয়া কাপের স্কোয়াডে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৩ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৩৯ বিকেল
মাগরিব ০৬.৩৭ সন্ধ্যা
এশা ০৭:৫৪ রাত

বুধবার ১৩ আগস্ট ২০২৫