রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


মেসি ফিরলেন, জেতালেন দলকেও

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১০:৫৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চোটের কারণে টানা ১৫ দিন মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তাঁর ফেরার সময় নিয়ে তৈরি হয়েছিল শঙ্কা। সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন কখন প্রিয় তারকাকে আবার মাঠে দেখতে পাবেন। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটালেন আর্জেন্টাইন সুপারস্টার। সুস্থ হয়ে ফিরেই মেজর সকার লিগে এলএ গ্যালাক্সির বিপক্ষে দলকে জয়ের পথে নেতৃত্ব দিলেন গোল ও অ্যাসিস্ট দিয়ে।

রোববার সকালে অনুষ্ঠিত ম্যাচে প্রথম একাদশে ছিলেন না মেসি। সতর্কতার কারণে তাঁকে নামানো হয় দ্বিতীয়ার্ধের শুরুতে। তবে তাঁর আগেই ম্যাচে এগিয়ে যায় ইন্টার মিয়ামি। ৪৩ মিনিটে জর্দি আলবার গোলে লিড নেয় দলটি। কিন্তু বিরতির পর ম্যাচে ফেরে এলএ গ্যালাক্সি। ৫৯ মিনিটে জোসেফ পেইন্টসিল গোল করে সমতা ফেরান অতিথিরা।

এরপরই শুরু হয় মেসির জাদু। ৮৪ মিনিটে বক্সের বাইরে থেকে দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের নিখুঁত শটে গোল করেন তিনি। অসাধারণ সেই গোল মায়ামিকে আবারও এগিয়ে দেয়। এ নিয়ে চলতি মৌসুমে লিগে মেসির গোল দাঁড়াল ১৯টিতে। কিন্তু এখানেই থামেননি তিনি। ৮৯ মিনিটে গোলের পাস বাড়ান দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজকে। উরুগুয়ের এই ফরোয়ার্ড গোল করে দলের জয় নিশ্চিত করেন।

শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইন্টার মিয়ামি। মৌসুমের বাকি অংশে মিয়ামির শিরোপা স্বপ্ন জিইয়ে রাখতে মেসির এমন ফর্মই সবচেয়ে বড় ভরসা হয়ে উঠতে পারে।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫