সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২
ছবি : সংগৃহীত
চলছে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্ব। রোববার (৭ সেপ্টেম্বর) বাছাইপর্বের ম্যাচে লিথুয়ানিয়ার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস। প্রতিপক্ষের মাঠে গোল করে এদিন অনন্য এক রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন ডাচ ফরোয়ার্ড মেমফিস ডিপাই। দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এখন তিনি।
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জয়ের ম্যাচে একাদশ মিনিটে রেকর্ড তৈরি করা গোল করেন মেমফিস। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে গেলেন সাবেক তারকা ফরোয়ার্ড রবিন ফন পার্সিকে। ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল করেছেন ফন পার্সি। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে সেই রেকর্ড স্পর্শ করেন মেমফিস। আর এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি।
মেমফিস ডিপাইয়ের রেকর্ড ভাঙা গোলটি ছিল দর্শনীয়। ডান দিক থেকে ডি-বক্সে কোডি গাকপোর ক্রস পেয়ে ডান পায়ের শটে ঠিকানা খুঁজে নেন তিনি। এর মাধ্যমে নেদারল্যান্ডসের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হন এই তারকা ফরোয়ার্ড। লিথুয়ানিয়ার বিপক্ষে ৩৩তম মিনিটে টিম্বারের গোলে ব্যবধান দ্বিগুণ হয় নেদারল্যান্ডসের। পরে দুটি গোল করে প্রথমার্ধেই সমতা টানে স্বাগতিকরা।
জমে ওঠা লড়াইয়ের ৬৩তম মিনিটে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন বর্তমানে ব্রাজিলের ক্লাব করিন্থিয়ান্সে খেলা মেমফিস। ম্যানচেস্টার ইউনাইটেড, বার্সেলোনা ও অ্যাথলেতিকো মাদ্রিদের সাবেক এই ফুটবলারের আন্তর্জাতিক ফুটবলে ১০৪ ম্যাচে মোট গোল সংখ্যা ৫২টি।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)