বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২


ভার্জিনিয়ায় গুগলের ৯০০ কোটি ডলার বিনিয়োগ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশিত:২৮ আগষ্ট ২০২৫, ১১:৪৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

আমেরিকার ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আরও ৯০০ কোটি ডলার (৯ বিলিয়ন ডলার) বিনিয়োগের ঘোষণা দিয়েছে গুগল। এই বিনিয়োগ চলবে ২০২৬ পর্যন্ত।

গুগল জানিয়েছে, মূলত ক্লাউড ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোতে এই অর্থ ব্যয় করা হবে। এর অংশ হিসেবে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে নতুন ডেটা সেন্টার স্থাপন করছে প্রতিষ্ঠানটি।

এ জন্য জ্বালানি চাহিদা মেটাতে স্থানীয় অংশীদারদের সঙ্গে কাজ করছে গুগল। তাদের পরিকল্পনায় আছে বিদ্যুৎ দক্ষতা কর্মসূচি ও নতুন প্রযুক্তি ব্যবহার।

শুধু অবকাঠামো নয়, গুগল বলছে, তারা বিনিয়োগ করছে মানবসম্পদ উন্নয়নেও। ভার্জিনিয়ার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে এআই ও চাকরিমুখী প্রশিক্ষণ চালু করা হচ্ছে।

একই সঙ্গে ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, ব্রাইটপয়েন্ট কমিউনিটি কলেজ এবং নর্দার্ন ভার্জিনিয়া কমিউনিটি কলেজ গুগলের “এআই ফর এডুকেশন অ্যাকসেলারেটর” প্রকল্পের প্রথম দফায় যুক্ত হয়েছে।

এছাড়া সব ভার্জিনিয়াবাসী “Virginia Has Jobs” নামের উদ্যোগের মাধ্যমে এআই ক্যারিয়ার লঞ্চ প্যাডে প্রশিক্ষণ নিতে পারবেন।

গুগলের মতে, এটি আমেরিকান উদ্ভাবনের জন্য একটি বিশেষ সময়। এই বিনিয়োগ শুধু ভার্জিনিয়ার অর্থনীতিকে এগিয়ে নেবে না, বরং যুক্তরাষ্ট্রকে এআই প্রযুক্তিতে বৈশ্বিক নেতৃত্ব ধরে রাখতে সহায়তা করবে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২০ ভোর
যোহর ১২:১২ দুপুর
আছর ০৪:৩২ বিকেল
মাগরিব ০৬.২৪ সন্ধ্যা
এশা ০৭:৩৯ রাত

বৃহঃস্পতিবার ২৮ আগস্ট ২০২৫