রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
আল্লাহ তায়ালা সর্বপ্রথম কী সৃষ্টি করেছেন, এ নিয়ে আলেমদের মাঝে মতপার্থক্য রয়েছে। কেউ কেউ বলেছেন, কলম প্রথম সৃষ্টি। প্রখ্যাত মুফাসসির ইবনে জারীর তাবারী, ইবনুল জাওযী ও ইবনুল আরাবী রহ. এ মতের সমর্থক ছিলেন।
আরেক দল আলেমের মতে সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে আরশ। আল্লামা ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়্যিম রহ. এবং অন্যান্য আলেম থেকে এ ধরণের মত পাওয়া যায়। আবার কেউ কেউ পানি সর্বপ্রথম সৃষ্টি বলে মত প্রকাশ করেছেন। এই মতটি আব্দুল্লাহ ইবনু মাসউদ রা. ও অন্যান্য সালাফ থেকে বর্ণিত আছে। আল্লামা বদরুদ্দীন আল-আইনী এ মতকে প্রধান্য দিয়েছেন।
যারা বলেছেন, কলম প্রথম সৃষ্টি। তারা এই সহিহ হাদিসগুলো দিয়ে দলিল গ্রহণ করেছেন। আব্দুল্লাহ ইবনু আব্বাস রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
إنَّ أولَ شيءٍ خلقَهُ اللهُ تعالى القلمُ ، و أمرَهُ أنْ يكتبَ كلَّ شيءٍ يكونُ
নিশ্চয়ই আল্লাহ তায়ালা সর্বপ্রথম যে জিনিসটি সৃষ্টি করেছেন, তা হচ্ছে কলম। তারপর কলমকে কিয়ামত পর্যন্ত যা হবে তা লিখতে বললেন। (দারিমী, ২৫৩ আবু ইয়ালা, ২৩২৯ বায়হাকী, ১৮১৫৮)
আরেক হাদিসে হজরত উবাদা ইবন সামিত রা. থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ: لَهُ اكْتُبْ قَالَ: رَبِّ وَمَاذَا أَكْتُبُ قَالَ: اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ
আল্লাহ তায়ালা সর্বপ্রথম কলম সৃষ্টি করে তাকে বললেন, লিখ। কলম বলল, হে আমার প্রতিপালক! কী লিখব? আল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আগমণকারী প্রতিটি বস্তুর তাকদীর লিখ। (আবু দাউদ, হাদিস : ৪৭০০ তিরমিজি, হাদিস : ২১৫৫)
হাদিসে উল্লেখিত কলম মানে আমরা যে কলম দিয়ে লেখি তা নয়; বরং যে কলম দিয়ে লাওহে মাহফুয লেখা হয়েছে সেটি সর্বপ্রথম সৃষ্টি।
আর যারা বলেছেন, আল্লাহর প্রথম সৃষ্টি আরশ, তাদের দলীল হচ্ছে, ইমরান বিন হুসাইন রা. থেকে বর্ণিত হাদিস, যেখানে রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
كَانَ اللَّهُ وَلَمْ يَكُنْ شَيْءٌ غَيْرُهُ وَكَانَ عَرْشُهُ عَلَى الْمَاءِ وَكَتَبَ فِي الذِّكْرِ كُلَّ شَيْءٍ وَخَلَقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ
আদিতে একমাত্র আল্লাহ-ই ছিলেন। তিনি ছাড়া আর কিছুই ছিলনা। তার আরশ ছিল পানির উপর। তারপর তিনি প্রত্যেক জিনিস লাওহে মাহফুযে লিপিবদ্ধ করলেন এবং তিনি আসমান ও যমিন সৃষ্টি করলেন। (বুখারি, হাদিস : ৩০১৯)
পক্ষান্তের যারা বলেছেন, আল্লাহর প্রথম সৃষ্টি পানি, তারা উপরের হাদিস থেকেই দলিল গ্রহণ করে বলেন, পানি সর্বপ্রথম সৃষ্টি। যেমন ইবনু হাজার আসকালানী রহ. বলেন, ইমরান বিন হুসাইন রাযি.-এর এই হাদিস থেকে বোঝা যায়, পানি আরশের আগে সৃষ্ট। (ফাতহুল বারী ৬/২৮৯)
এছাড়াও তাদের দলীল হচ্ছে, আবু রাজিন রা. থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! আমাদের রব তার মাখলূক সৃষ্টি করার আগে কোথায় ছিলেন? তিনি বললেন, তিনি ছিলেন তার নূরের মধ্যে। তার উপরেও বায়ূ ছিল না এর নিচেও বায়ূ ছিল না। তিনি তার আরশ পানির উপর সৃষ্টি করেছেন। (তিরমিজি, হাদিস : ৩০১৯, ইবনু মাজাহ, হাদিস : ১৮২)
এই মতগুলো ছাড়াও আরও কিছু অনির্ভরযোগ্য মত প্রচলিত আছে। কিছু মত আছে ইসরঈলী বর্ণনানির্ভর। আবার কিছু মত আছে বানোয়াট। যেমন, কারো কারো মতে আল্লাহ সর্বপ্রথম বুদ্ধি সৃষ্টি করেছেন। এক্ষেত্রে সব থেকে প্রসিদ্ধ মতটি হল, যে, আল্লাহ তায়ালা সর্বপ্রথম মুহাম্মাদ (সা.)-এর নূর সৃষ্টি করেছেন। এর দলিল হিসেবে তারা কিছু উপস্থাপন করে থাকেন। যেগুলো প্রকৃতপক্ষে হাদিসই নয়; বরং জাল বা বানোয়াট।
ডিএস /সীমা
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)