রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


সাংসারিক কলহের জেরেই ১৯৭৫ সালে ডিভোর্স হয়েছিল তাদের

ডিভোর্সের ৫০ বছর পর আবারও একে-অপরের প্রেমে পড়ে বিয়ের পিঁড়িতে দম্পতি

রকমারি ডেস্ক

প্রকাশিত:১১ জানুয়ারী ২০২৫, ১৩:০০

ফাইল ছবি

ফাইল ছবি

প্রায় ৫০ বছর আগেই ছেড়ে চলে গিয়েছিলেন একে অপরকে। হয়ে গিয়েছিল ডিভোর্স। কিন্তু শেষ জীবনটা আর একে অপরকে ছেড়ে থাকতে পারলেন না তারা। নতুন করে প্রেমে পড়েছেন। ভালোবাসেন একে-অপরকে। তাই আবারও বিয়ের সিদ্ধান্ত নিলেন পেনসিলভেনিয়ার এক দম্পতি।

জানা যায়, এই দম্পতির নাম ফে গ্যাবেল এবং রবার্ট ওয়েনরিচ। তারা ১৯৫১ সালের নভেম্বরে বিয়ে করেন। তাদের চার সন্তান ছিল। সবই ঠিক ছিল। কিন্তু সাংসারিক জীবনে দুর্যোগ নেমে আসে ১৯৭৫ সালে। হয়ে যায় ডিভোর্স। যদিও এই ডিভোর্সের কারণ জানাতে চাননি তারা। খবর ভারতীয় সংবাদমাধ্যম হিস্দুস্তান টাইমসের।

ডিভোর্সের পর, দুজনেই আবার বিয়ে করেন। দুজনেরই দ্বিতীয় সংসার সুখের হয়েছিল। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দুজনেরই দ্বিতীয় পক্ষের সঙ্গী মারা যান। এখন গ্যাবেল এবং রবার্ট আবার একসঙ্গে থাকতে চান। সম্প্রতি, তারা আবার বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। পরিবারের সদস্যরা বলছেন যে ডিভোর্সের পরেও গ্যাবেল এবং ওয়েনরিচের মধ্যে আগাগোড়াই ভালো সম্পর্ক ছিল এবং প্রায়শই এক সঙ্গে পারিবারিক অনুষ্ঠানে যেতেন।

দম্পতির ছোট মেয়ে ক্যারল স্মিথের দাবি, প্রেমে তারা কিশোরদের মতো আচরণ করেন। একসঙ্গে সবকিছু করেন। ক্যারল আরও বলেন যে তার বাবা বলেছেন, তার প্রথম স্ত্রী ফে গ্যাবেলই তার প্রথম প্রেম ছিল। আমি কখনই ভাবিনি যে আমি তাকে ফিরে পাব। আর এখন যখন তিনি ফিরে পেয়েছেন, আর অপেক্ষা করতে চাইছেন না।

ওয়েনরিচ সম্প্রতি ৯৪ বছর বয়সে পা দিয়েছেন। আর তার হবু স্ত্রীয়ের বয়স ৮৯ বয়স। তাদের ১৪ জন নাতি, ১৪ জন নাতি-নাতনি এবং যমজ নাতি-নাতনিও রয়েছে। গ্যাবলের দুই সৎ ছেলেও রয়েছে। ওয়েনরিচ বলেছেন, “আমি মনে করি আমরা আগামী কয়েক বছর আমরা খুব ভালো থাকব।”

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫