সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২
ছবি সংগৃহীত
জনপ্রিয় তারকা এসেছেন। তাকে দেখতে ও অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে গিয়েছিলেন অনেকে। তাদের মধ্যে ছিলেন এক বিবাহিত নারী। তবে না জানিয়ে গায়ককে দেখতে বিমানবন্দরে যাওয়ায় এই নারীকে তালাক দিয়েছেন তার স্বামী।
ঘটনাটি ঘটেছে জর্ডানে। দেশটিতে একটি কনসার্ট অংশ নিতে যান লেবাননের পপস্টার রেঘাব আলামা। তিনি জর্ডানের রাজধানী আম্মানের রানী আলিয়া বিমাবন্দর দিয়ে দেশটিতে আসেন। সেখানেই অনেকের মতো তাকে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন ওই নারী।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ রোববার (১১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়েছে, ওই নারী তার স্বামীকে বলেছিলেন তিনি তার পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। কিন্তু এর বদলে তিনি যান বিমানবন্দরে।
ওই গায়ককে জর্ডানের মানুষের অভ্যর্থনা জানানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ভিডিওটি নজর আসে তার স্বামীরও। এরপর স্ত্রীকে তালাক দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
তবে ওই নারী ও তার সাবেক স্বামী জনসম্মুখে এখনো কোনো কথা বলেননি। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এখন বেশ আলোচনা হচ্ছে।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)