শুক্রবার, ২৩ মে ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২


অসহায়ত্বের গল্প শুনিয়ে ২৫টি বিয়ে করে প্রতারণা তরুণীর, অতঃপর...

রকমারি ডেস্ক

প্রকাশিত:২৩ মে ২০২৫, ১০:৫৭

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

অনুরাধা পাসওয়ান। বছর বত্রিশের সুন্দরী নারী। আর্থিক টানাপোড়েন তার বিয়ের পথে বাধা। নিজেকে গরিব ও অসহায় বলে উপস্থাপন করে সহজেই অবিবাহিত যুবকদের মন গলাতেন। করেন ২৫টি বিয়ে। এখানেই শেষ নয়, বিয়ের পরই শ্বশুরবাড়ির টাকা-গয়না লুট করতেন তিনি। পরে পুলিশে হাতে ধরা খেলেন তরুণী। ঘটনাটি ভারতের রাজস্থানের।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত তরুণী প্রতারণার সুবিধার জন্য জায়গা ও নাম-পরিচয় বদলিয়ে বাড়ি ভাড়া করে থাকতেন। গরিবের অভিনয় করে ফাঁসাতেন স্থানীয় যুবকদের। অনুরাধার লোকেরাই ওই যুবকদের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যেতেন। মেয়ের অসহায় জীবনের গল্প বলতেন। অধিকাংশ ক্ষেত্রে তাতেই মন গলত পাত্রপক্ষের। ঠিক হয়ে যেত বিয়ে। অনুষ্ঠান আয়োজনের জন্য দুই লাখ টাকা নিতেন অনুরাধার দলের সদস্যরা।

এখানেই শেষ নয় প্রতারণা। বিয়ের পর পরিকল্পনা মাফিক কয় দিন শ্বশুরবাড়িতে থাকতেন অনুরাধা। ভালো ব্যবহার ভুলিয়ে রাখতেন বাড়ির লোকেদের। সবার বিশ্বাস অর্জনের পর একদিন খাবার বা পানীয়ের সঙ্গে নেশার দ্রব্য মিশিয়ে খাইয়ে দিতেন শ্বশুরবাড়ির সদস্যদের। পরে নগদ, গয়না লুট করে পালিয়ে যেতেন।

এবারও একই পদ্ধতিতে একটি পরিবারকে ফাঁসান অনুরাধা। গত ২০ এপ্রিল বিষ্ণু শর্মা নামের একজনের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের দুই সপ্তাহের মধ্যেই বরের বাড়ির গয়না, নগদ অর্থ ও একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেন অনুরাধা। পরে ভুক্তভোগী দ্রুত থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৪৯ ভোর
যোহর ১১:৫৫ দুপুর
আছর ০৪:৩৪ বিকেল
মাগরিব ০৬:৪১ সন্ধ্যা
এশা ০৮:০১ রাত

শুক্রবার ২৩ মে ২০২৫