শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ৪ আশ্বিন ১৪৩২


চাঁদে আপনার নাম পাঠানোর সুযোগ দিচ্ছে নাসা

রকমারি ডেস্ক

প্রকাশিত:১৯ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৪৬

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চাঁদে নিজের নাম পাঠাতে চান? মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবার আপনাকে সেই সুযোগ দিচ্ছে। নাসার পরবর্তী চন্দ্রাভিযান আর্টেমিস ২-তে আপনার নাম পাঠানো যাবে। যদিও সশরীরে চাঁদে যাওয়া সম্ভব নয়, তবে আপনার নাম ডিজিটাল আকারে একটি চিপে সংরক্ষণ করে মহাকাশযানে করে চাঁদের কাছাকাছি পাঠানো হবে।

২০২৬ সালের শুরুতে আর্টেমিস ২ মহাকাশযানটি চাঁদের উদ্দেশে যাত্রা করবে। এই যানে চারজন নভোচারী থাকবেন, তবে তারা চাঁদের পৃষ্ঠে অবতরণ করবেন না। যানটি চন্দ্রপৃষ্ঠের ওপর দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীতে ফিরে আসবে। এই মিশনটি আর্টেমিস ৩ মিশনের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। আর্টেমিস ৩ মিশনেই নভোচারীদের চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের কথা রয়েছে।

যেভাবে অংশ নেবেন

এই ঐতিহাসিক অভিযানের অংশ হতে চাইলে আপনাকে নাসার নির্দিষ্ট ওয়েবসাইটে নাম নিবন্ধন করতে হবে। এর জন্য ভিজিট করতে হবে এই লিঙ্কে: https://www3.nasa.gov/send-your-name-with-artemis/।

লিঙ্কে প্রবেশ করে আপনার নাম ও পিন কোড দিতে হবে।

তথ্য জমা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই একটি ডিজিটাল সার্টিফিকেট পাওয়া যাবে।

আপনার নাম নাসার ডেটাবেসে সংরক্ষিত হয়ে যাবে।

আর্টেমিস ২ মিশনটি যখন চাঁদের উদ্দেশ্যে উড়বে, তখন ওরিয়ন নামের রকেটটিতে একটি এসডি কার্ড থাকবে, যেখানে জমা পড়া সব নাম সংরক্ষিত থাকবে।

নাসা শুধু চাঁদেই থেমে নেই, তাদের দূরবর্তী লক্ষ্য হলো মঙ্গল গ্রহে অভিযান পরিচালনা করা। এই উদ্দেশ্যে তারা পৃথিবীর বুকেই একটি কৃত্রিম ‘মঙ্গল’ তৈরি করেছে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:২৯ ভোর
যোহর ১১:৫৩ দুপুর
আছর ০৪:১৭ বিকেল
মাগরিব ০৬.০৩ সন্ধ্যা
এশা ০৭:১৬ রাত

শুক্রবার ১৯ সেপ্টেম্বর ২০২৫