বুধবার, ১ অক্টোবর ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২


স্ত্রীর নামে কেনা লটারির টিকিটে বাজিমাত বাংলাদেশি প্রবাসীর

রকমারি ডেস্ক

প্রকাশিত:১ অক্টোবর ২০২৫, ১৬:৪২

ফাইল ছবি

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিটের সাপ্তাহিক লটারির টিকিট জিতেছেন এক বাংলাদেশি প্রবাসী। তিনি আল-আইনে রেস্তোরাঁর ব্যবসা করেন।

এ বাংলাদেশি গত দুই বছর ধরেই টিকিট কিনছিলেন। কিন্তু একবারও জেতেননি। সর্বশেষবার নিজের স্ত্রী ফারহানা আক্তারের নামে টিকিট কেনেন তিনি। আর এই টিকিটেই বাজিমাত করেছেন ৪৩ বছর বয়সী এ প্রবাসী।

তিনি গত ১৬ বছর ধরে আমিরাতে থাকছেন। এ রেস্তোরাঁ ব্যবসায়ী আল আইনকে নিজের বাড়ি হিসেবে অভিহিত করেছেন।

ফারহানা আক্তারের নামে কেনা ০৩২১০৮ নম্বরের টিকিটটি ৫০ হাজার দিরহাম জিতেছে। যা বাংলাদেশি অর্থে প্রায় ১৭ লাখ টাকার সমান।

বিগ টিকিট লটারি শোয়ের হোস্ট রিচার্ড যখন লটারি জয়ের কথা জানাতে ফারহানাকে ফোন করেন তখন ফোনটি ধরেন তার স্বামী। তিনি জানান, আসলে স্ত্রীর নামে এ টিকিটটি তিনি কিনেছেন। এ বাংলাদেশি হোস্ট রিচার্ডকে বলেন, “আমি তার স্বামী। এবার আমি আমার স্ত্রীর নামে লটারির টিকিট কিনেছি। ধন্যবাদ। আমি খুবই খুশী।”

তিনি জানিয়েছেন, লটারিতে জেতা এ অর্থ সরাসরি নিজের রেস্তোরাঁ ব্যবসায় লাগাবেন তিনি। এছাড়া নিজের কমিউনিটির মানুষদেরও কিছু সহায়তা করবেন।

আগামী ৩ অক্টোবর বিগ টিকিটের সবচেয়ে বড় ড্র অনুষ্ঠিত হবে। ওইদিন যে বিজয়ী হবেন তিনি পাবেন ২০ মিলিয়ন দিরহাম। এদিকে ৫০ হাজার দিরহাম জেতা এ বাংলাদেশি জানিয়েছেন, তিনি বিগ টিকিটের লটারি কেনা অব্যাহত রাখবেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

বুধবার ১ অক্টোবর ২০২৫