মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২


উদ্বোধনী ম্যাচে হার, যা বলছেন অধিনায়ক আরিফুল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩১ ডিসেম্বর ২০২৪, ২৩:৫২

ফাইল ছবি

ফাইল ছবি

সিলেট স্ট্রাইকার্সের শুরুটা ভালো হলো না। বিপিএলে কখনো শিরোপার স্বাদ না পাওয়া দলটা খেলতে নেমেছিল দুর্দান্ত ছন্দে থাকা রংপুর রাইডার্সের বিপক্ষে। হাই-স্কোরিং বিপিএলে প্রতিপক্ষকে বেঁধে রেখেছিল ১৬০ রানের আগেই। তবু শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে জেতা হয়নি তাদের।

বিশেষ করে ফিনিশার রোলে থাকা খেলোয়াড়দের কেউই দায়িত্ব নিয়ে সিলেটকে নিতে পারেননি জয়ের কাছাকাছি। জাকের আলী অনিক খানিক থিতু হয়েও ব্যর্থ হয়েছেন প্রত্যাশা পূরণে। যদিও সংবাদ সম্মেলনে ফিনিশার রোলে থাকা খেলোয়াড়দের নিয়ে কোনো সংশয় রাখলেন না সিলেট অধিনায়ক আরিফুল হক।

আরিফুল বলেন, ‘আমাদের দলেও ফিনিশার আছে। জাকের আছে, আমি আছি। এই ধরনের অনেক ম্যাচ আমরা জিতিয়েছি। আমার মনে হয় এক ম্যাচ দেখে সব সিদ্ধান্ত নেয়া ঠিক না। সময় আছে আশা করি আমরা কামব্যাক করব।’

পরে ব্যাট করাই পার্থক্য গড়ে দেয়ার কারণ কি না এমন প্রশ্নের জবাবে বললেন, ‘পরের দিকে উইকেটটি অবশ্যই স্লো ছিল। টার্ন করছিল, তবে ১৫০-৫৬ রান আসলে অতিক্রম করা যেত। আমরাই ফেইল করেছি।’

নিজেদের পরিকল্পনা নিয়ে আরিফুল বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল যে আমরা শেষ পর্যন্ত খেলব, কারণ আমাদের যদি উইকেট হাতে থাকে, শেষ পাচ-ছয় ওভারে যদি ৫০ রানের একটা লক্ষ্য থাকে তাহলে আসলে (আমরা পারতাম)... আমাদের পরিকল্পনা অনুযায়ীই আমরা খেলছিলাম। তবে ওই সময়ে বেশি ডট বল হওয়ায় আমরা আর সেই পরিকল্পয়ায় যেতে পারিনি।’

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৯ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪২ সন্ধ্যা
এশা ০৮:১ রাত

মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫