সোমবার, ৪ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


অভিষেক না হওয়া ইমন যে কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১২ জানুয়ারী ২০২৫, ১৫:৫২

ফাইল ছবি

ফাইল ছবি

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আসন্ন এ টুর্নামেন্টের জন্য ঘোষিত বাংলাদেশের দলে আছে একাধিক চমক। তামিম ইকবাল থাকছেন না তা আগেই জানা গিয়েছিল, অনিশ্চয়তা ছিল সাকিব আল হাসানকে নিয়ে। তবে গতকাল বিসিবির দেয়া বিজ্ঞপ্তিতে জানা যায়, দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও পাস করতে পারেননি সাকিব। এরপর শুধু ব্যাটার হিসেবে তাঁকে আর দলে রাখেনি বিসিবি।

এদিকে সাকিব-তামিমের না থাকা ছাড়াও বাংলাদেশের ঘোষিত দলের আরও এক চমক লিটন দাসের না থাকা। অভিজ্ঞ এই ব্যাটার দীর্ঘদিন ধরেই সাদা বলের ক্রিকেটে ছন্দে নেই। এ কারণেই দলে জায়গা হারিয়েছেন তিনি। এদিকে লিটন বাদ পরলেও দলে জায়গা পেয়েছেন এখনো ওয়ানডে অভিষেক না হওয়া পারভেজ হোসেন ইমন।

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত বাংলাদেশ দলে ওপেনার হিসেবে আছেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। প্রয়োজনে অধিনায়ক নাজমুল শান্তও ওপেনিংয়ে ব্যাট করতে পারবেন, এ জায়গায় বিবেচনা করা যেতে পারে মেহেদী মিরাজকেও। তবে এরপরও একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক না হওয়া ইমনকে দলে রেখেছে বিসিবি।

ওয়ানডে অভিষেক না হওয়া ইমন লিস্ট এ ক্রিকেটেও দুর্দান্ত কিছু করেননি। তবুও তাঁর চ্যাম্পিয়ন্স ট্রফির মতো ইভেন্টে দলে জায়গা পাওয়া নিয়ে অনেকের মনেই আগ্রহ জেগেছে। এদিকে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন জানিয়েছেন, ইমনের দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বড় অবদান রেখেছে তাঁর আগ্রাসী মনোভাব।

প্রধান নির্বাচক বলেন, ওর হয়তো বড় কোনো অবদান নেই। তবে আমাদের যেটা মনে হয়েছে, আমরা যেটা খুজছি- পাওয়ার প্লেতে আগ্রাসী ব্যাটিং, সেটা ওর মধ্যে আছে। বিকল্প কাউকে লাগলে সে (তানজিদ-সৌম্যর মতো) একই গতিতে খেলতে পারবে।

আসন্ন টুর্নামেন্টে ইমন অবদান রাখতে পারবেন এমন আশা জানিয়ে গাজী আশরাফ আরও বলেন, দলকে জেতাতে মূল লক্ষ্য ঠিক রাখতে সে সবসময় আক্রমণাত্মক থাকে। এটা একটা বড় বিবেচনার বিষয়। সামনে হয়তো তিনি অবদান রাখতে পারবেন। তাই বড় টুর্নামেন্টে তাকে নেওয়া হয়েছে।

লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচ খেলা ইমন ৩৫.৬১ গড়ে করেছেন ১৮৫২ রান। তাঁর নামের পাশে ৪টি সেঞ্চুরির সঙ্গে আছে ১১টি হাফ সেঞ্চুরি। তবে ঢাকা প্রিমিয়ার লিগের গত মৌসুমে তিনি ১৩ ম্যাচে করেছেন ৬২৩ রান।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫