সোমবার, ৪ আগস্ট ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২


কখনো ব্যালন ডি’অর জেতার স্বপ্ন দেখিনি: ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৪ মার্চ ২০২৫, ১৭:১২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

সম্প্রতি গুঞ্জন শোনা গিয়েছিল রিয়াল মাদ্রিদের সঙ্গে আর চুক্তির মেয়াদ বাড়াবেন না ভিনিসিয়ুস জুনিয়র। এমনকি রিয়াল ছেড়ে পাড়ি জমাবেন সৌদি আরবে। যদিও ইতোমধ্যেই তা স্রেফ গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন ভিনি। তারপরও এটা নিয়ে আবার প্রশ্ন করা হয়েছিল এই ব্রাজিলিয়ানকে। তাতে কিছুটা বিরক্তই হলেন তিনি।

রিয়ালে ভিনির চুক্তি আছে ২০২৭ পর্যন্ত। তার রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। সেটা দিয়েই তাকে দলে নিতে আগ্রহী সৌদি আরব, গতবছর এমন খবর প্রকাশ করেছিল একধিক সংবাদ মাধ্যম। যদিও তাতে রাজি হননি ভিনি।

তবে সম্প্রতি নেইমার আল হিলাল ছাড়ার পর আবারো জোড়ালো হয় ভিনির রিয়াল ছাড়ার গুঞ্জন। নেইমারের বিকল্প হিসেবে তাকে পেতে চায় আল হিলাল, এমন খবর শোনা যায়। তবে সেসব খবর আবারো উড়িয়ে দিলেন ভিনি। বলেছেন, রিয়ালেই থাকতে পছন্দ করছেন তিনি।

রিয়ালে থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভিনি বলেন, ‘আমি খুবই শান্ত আছি। আমার চুক্তি ২০২৭ পর্যন্ত এবং আশা করি, যত দ্রুত সম্ভব চুক্তি নবায়ন করতে পারব। আমি এখানে খুবই খুশি। বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে খেলছি, সেরা কোচ, সেরা প্রেসিডেন্ট… সবাই আমাকে এখানে অনেক ভালোবাসে। এখানকার চেয়ে ভালো আরও কোথায় থাকতে পারতাম না।’

‘আশা করি, এখানে আরও গোল করতে পারব, এই জার্সি গায়ে আরও অনেক ম্যাচ খেলতে পারব। ছেলেবেলা থেকেই আমার স্বপ্ন ছিল এখানে খেলার। এখন আমি এখানে। আরও অনেক কিছু জিততে পারি এবং এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পারি। এত এত কিংবদন্তি এখানে খেলেছেন, কাজটা সহজ নয়।’-যোগ করেন তিনি।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

সোমবার ৪ আগস্ট ২০২৫