মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৪ আষাঢ় ১৪৩২


পাকিস্তানের বিপক্ষে লড়াই করে হারল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৮ জুলাই ২০২৫, ১৩:১৩

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চীনের দাজহুতে অ-১৮ এশিয়া কাপ হকিতে আজ ছিল বাংলাদেশের গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ। পাকিস্তানের বিপক্ষে ৬-৩ গোলে ম্যাচটি হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশের পক্ষে দীন ইসলাম একটি ও ইসমাইল হোসেন জোড়া গোল করেন। বাংলাদেশ হারলেও পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত লড়াই করেছে। ম্যাচের হাফ টাইমে স্কোরলাইন ছিল ৩-৩।

বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে ১-৩ গোলে পিছিয়ে থেকে সমতা এনেছিল। তৃতীয় কোয়ার্টারেও বাংলাদেশ যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করেছিল। পাকিস্তান এই কোয়ার্টারে এক গোল দিয়ে ৪-৩ গোলের লিড নেয়। শেষ কোয়ার্টারে পাকিস্তান জোড়া গোল করলে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়।

বিশ্ব হকির এক সময়ের পরাশক্তি পাকিস্তান। এশিয়ান হকিতেও এক সময় ছিল একচ্ছত্র দাপট। পাকিস্তানের হকির সেই সোনালী দিন আর নেই। এরপরও বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে সিনিয়র কিংবা বয়সভিত্তিক পর্যায়ে সেই রকম প্রতিদ্বন্দ্বিতার রেকর্ড নেই। আজকের ম্যাচে তৃতীয় কোয়ার্টার পর্যন্ত তুমুল প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে।

বাংলাদেশ অ-১৮ বালক দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে প্রতিপক্ষ এখনো নির্ধারণ হয়নি। পাকিস্তান-চীন ম্যাচের পর গ্রুপে বাংলাদেশের অবস্থান নিশ্চিত হবে। পাকিস্তান চীনকে হারালে গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে বাংলাদেশের রানার্স-আপ হিসেবে সেমিফাইনালে জাপানকে মোকাবিলা করার সম্ভাবনা বেশি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৩:৫১ ভোর
যোহর ১২:০৪ দুপুর
আছর ০৪:৪৩ বিকেল
মাগরিব ০৬:৫৪ সন্ধ্যা
এশা ০৮:১৬ রাত

মঙ্গলবার ৮ জুলাই ২০২৫