বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২


বাংলাদেশের ফুটসালের প্রথম কোচ ইরানের সাঈদ

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৩ জুলাই ২০২৫, ১৪:১৯

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

এশিয়ান ফুটসালের বর্তমান এবং সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন ইরান। আসন্ন এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ ইরানের গ্রুপেই পড়েছে। বাফুফে বাংলাদেশ ফুটসাল দলের জন্য ইরান থেকেই কোচ আনছে।

৫৯ বছর বয়স্ক সাঈদ খোদারাহমি বাংলাদেশের ফুটসালে প্রথম কোচ হয়ে আসছেন। আগামী সপ্তাহের মধ্যে তিনি ঢাকায় আসবেন। সেপ্টেম্বরে এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্যন্ত মূলত ইরানী এই কোচকে চূড়ান্ত করেছে বাফুফে। ফুটসাল কমিটির চেয়ারম্যান ইমরানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

সাঈদ ২০১০ সাল থেকে অদ্যবধি এএফসির ফুটসাল ইন্সট্রাকটর। মিয়ানমার জাতীয় পুরুষ ও নারী ফুটসাল দলের কোচ ছিলেন ২০১২-১৬ পর্যন্ত। এএফসি ও এশিয়ার বিভিন্ন জায়গায় ফুটসাল নিয়ে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। পাশাপাশি ফুটসালের ওপর বইও লিখেছেন সাঈদ।

বাংলাদেশ কখনো ফুটসালের পুরুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেনি। তাই এশিয়ান কাপ ফুটসালের বাছাইয়ের জন্য উন্মুক্ত ট্রায়াল আয়োজন করেছিল। সেই ট্রায়াল থেকে ৫৩ জন ফুটবলার প্রাথমিকভাবে বাছাই করা হয়েছে। ইরানী কোচ আসলে সেই ফুটবলারদের নিয়ে আরেক দফা ট্রায়াল হবে। সেখান থেকে বাছাই হওয়ার পর আনুষ্ঠানিক অনুশীলন শুরু হবে। চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন ১৪ জন।

বাংলাদেশের ফুটবলে ইরানের প্রসঙ্গ আসলেই সবার আগে আলোচনায় আসেন নাসির হেজাজী। ইরানের হয়ে বিশ^কাপ খেলা ফুটবলার ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডানের কোচ ছিলেন। পরবর্তীতে জাতীয় দলেও কোচিং করিয়েছেন। আবাহনীতে ইরানী ফুটবলার ও কোচ কাজ করেছেন। ফুটসালে বাংলাদেশের প্রথম কোচ হচ্ছেন একজন ইরানী।

ফুটসালে জাতীয় দলের হেড কোচ হতে লেভেল ৩ সনদ প্রয়োজন। বাংলাদেশের কারো এটা নেই। তাই বাফুফে বিদেশি কোচ আনতে বাধ্য হয়েছে। বাফুফের টেকনিক্যাল বিভাগ প্রায় প্রতি মাসেই কোচিং কোর্স করায়। ফুটসাল নিয়ে সামনে কোর্স করানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৫০ সন্ধ্যা
এশা ০৮:১০ রাত

বুধবার ২৩ জুলাই ২০২৫