শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২


নিষিদ্ধ হচ্ছেন মেসি ও আলবা!

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:২৪ জুলাই ২০২৫, ১৫:৩৪

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

টেক্সাসের অস্টিনে আজ বৃহস্পতিবার(২৪ জুলাই ) আমেরিকার মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকোর লিগা এমএক্সের অলস্টার দল মুখোমুখি হয়েছে। এমএলএস অলস্টারের প্রাথমিক তালিকায় ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং জর্দি আলবা থাকলেও, চূড়ান্ত স্কোয়াডে তারা নাম প্রত্যাহার করেন। ফলে স্বাভাকিভাবেই অলস্টার ম্যাচে খেলেননি বার্সেলোনার সাবেক দুই তারকা। সে কারণে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন মেসি-আলবা।

এমএলএসের নীতিমালা অনুসারে, ইনজুরিতে না পড়া সত্ত্বেও প্রাথমিকভাবে নাম থাকা কোনো খেলোয়াড় অলস্টার ম্যাচে না খেললে, তিনি লিগের একটি ম্যাচে নিষিদ্ধ হবেন। আর এই কঠোর বিধিতে পড়তে পারেন মেসি-আলবা। আগামী শনিবার ঘরের মাঠে এফসি সিনসিনাতির মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ফ্লোরিডার ক্লাবটি সম্ভবত সেই ম্যাচে নিজেদের প্রধান দুই তারকাকে হারাতে যাচ্ছে। এ নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি এমএলএস কর্তৃপক্ষ।

আমেরিকান লিগের দলটি অবশ্য মেসি-আলবাদের ছাড়াই মেক্সিকান লিগার অলস্টারদের ৩-১ ব্যবধানে হারিয়েছে। ১৯৯৬ সাল থেকে এমএলএস অলস্টারদের নিয়ে হয়ে আসছে এমন ম্যাচ। শুরুটা হয়েছিল ইউএস লিগের পূর্ব বনাম পশ্চিম ফরম্যাটে। এরপর এমএলএস থেকেই একটি দল গঠনের পর তারা বিশ্বজুড়ে বিভিন্ন ক্লাবের সঙ্গে খেলেছে। বিশ্ব সফরের অংশ হিসেবে চেলসি, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্তাস প্রতিপক্ষ ছিল এমএলএস অলস্টার দলের। প্রথম ছয় মৌসুমের মধ্যে ৫ বারই এমএলএসের সেরা স্কোয়াড লিগা এমএক্সের সঙ্গে লড়েছে।

এমএলএস ও লিগা এমএক্স অলস্টার ম্যাচের দুই অধিনায়ক
এদিকে, অলস্টার ম্যাচ থেকে মেসি ও আলবার নাম প্রত্যাহার করা নিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেষ মুহূর্তে মায়ামির পক্ষ থেকে এমএলএসকে জানানো হয় মেসি ও আলবা এই ম্যাচে খেলতে পারবেন না। তাৎক্ষণিকভাবে তারা এর সুনির্দিষ্ট কারণ জানায়নি। এমএলএসের নিয়ম অনুযায়ী এখন এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়তে পারেন মেসি ও আলবা।

এমএলএসের কমিশনার ডন গারবার যদিও এখনই মুখ খুলছেন না দুই তারকার শাস্তির বিষয়ে। লিগ কর্তৃপক্ষ মায়ামির দুই তারকাকে শাস্তি দেবে কি না, সে বিষয়ে কিছু জানাননি গারবার। ম্যাচ শুরুর আগে অনিশ্চয়তা রেখে দিয়ে গারবার সংবাদমাধ্যমকে বলেন, ‘আগামী সপ্তাহে (মায়ামির পরবর্তী ম্যাচ) ঘটবে, এমন কোনো কিছু নিয়ে আমরা আজ কথা বলব না। ম্যাচটি আগামী সপ্তাহের শেষে, এটা নিয়ে আমাদের উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আমরা যেটা বললাম প্রক্রিয়া ধরে এগোচ্ছি। তবে বিষয়টি তারা আমাদের আরও আগে জানানো উচিৎ ছিল।’

মেসি-আলবার নাম প্রত্যাহারের কারণ না জানালেও, ইন্টার মায়ামি যে তাদের বিশ্রামে দিতে চেয়েছে সেটা অনুমান করাই যায়। কোচ হাভিয়ের মাশ্চেরানোর সংবাদ সম্মেলনেও বারবার বিষয়টি আলোচনায় ওঠে। বিশেষ করে ফিফা ক্লাব বিশ্বকাপের পর টানা সাত ম্যাচে খেলেছেন মেসিরা। অবশ্য এই সময়ে এই আর্জেন্টাইন মহাতারকা দারুণ ফর্মে ছিলেন। এমএলএসের ইতিহাসে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে টানা ৫ ম্যাচেই জোড়া গোল করেছেন তিনি। মাঝে এক ম্যাচ তিনি গোল পাননি, মায়ামিরও টানা জয়ের ধারা থেমে যায়। অবশ্য সর্বশেষ ম্যাচেই আবার জোড়া গোল ও অ্যাসিস্ট করে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে মায়ামিকে ৫-১ ব্যবধানে জয় এনে দেন মেসি।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০০ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪৪ বিকেল
মাগরিব ০৬.৪৯ সন্ধ্যা
এশা ০৮:১০ রাত

শুক্রবার ২৫ জুলাই ২০২৫