রবিবার, ৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২


৪৬ বছরের রেকর্ড ভেঙে উপহার পেলেন গিল

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৩ আগষ্ট ২০২৫, ১৬:৫২

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইংল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্সে ৪৬ বছরের পুরোনো রেকর্ড ভেঙে বিশেষ উপহার পেলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ধারাবাহিক রান করে নতুন ইতিহাস গড়ে একাধিক রেকর্ড স্পর্শ করেন গিল। সবচেয়ে উল্লেখযোগ্য হলো-চার দশকের পুরোনো সুনীল গাভাস্কারের রেকর্ড ভেঙে দেওয়া। আর সেই কীর্তির পুরস্কার হিসেবে কিংবদন্তি গাভাস্কারের কাছ থেকে পেলেন এক বিশেষ উপহার।

১৯৭৮-৭৯ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ টেস্টের ৯ ইনিংসে ৭৩২ রান করেছিলেন ভারতের সাবেক অধিনায়ক গাভাস্কার। অধিনায়ক হিসেবে এক টেস্ট সিরিজে সেটিই ছিল ভারতের পক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড। ৪৬ বছরের সেই কীর্তি এবার ছাপিয়ে গেলেন গিল-ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে তার রান ৭৫৩!

সেই রেকর্ড গড়ার পরই সামনে এল গাভাস্কারের উপহার। সনি স্পোর্টসের সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, ধারাভাষ্য কক্ষে গিলের হাতে নিজের স্বাক্ষরযুক্ত একটি ক্যাপ এবং টি-শার্ট তুলে দিচ্ছেন গাভাস্কার।

উপহার দিতে দিতে তিনি বলেন, ‘তুমি আমাকে টপকে গেছো, এজন্য তোমার জন্য ছোট্ট এক উপহার এনেছি। এটা SG লেখা-আমার নামে বানানো হয়েছিল। এখন তোমার। জানি না তোমার ফিট হবে কি না, তবে এটা আমার স্বাক্ষরসহ একটি ক্যাপ, যা খুব কম লোককেই দেই।’

পরে সঞ্জনা গণেশন ও চেতেশ্বর পূজারার সঙ্গে কথা বলতে গিয়ে গাভাস্কার জানাচ্ছিলেন, ‘আমি জানতাম গিল আমার রেকর্ড ভাঙতে যাচ্ছে, তাই আগেভাগেই তার জন্য উপহার নিয়ে রেখেছিলাম। তবে এসবই নিয়ন্ত্রিত হয় উপরওয়ালার হাতে। ৭৫৩ রান অসাধারণ একটি পারফরম্যান্স, বিশেষ করে অধিনায়কত্বের দায়িত্ব বহন করার সময় এমন কিছুর প্রত্যাশা দুর্লভ।’

গাভাস্কারের আরেকটি রেকর্ড ছিল ভারতের হয়ে এক সিরিজে সর্বোচ্চ রান করার। ১৯৭০-৭১ মৌসুমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করা তার ৭৭৪ রান এখনো অক্ষত। শুবমান গিল সেই রেকর্ড ছুঁতে পেরেছেন ঠিকই, তবে মাত্র ২১ রানের জন্য পিছিয়ে থেকে সিরিজ শেষ করেছেন ৭৫৩ রানে।

ডিএস /সীমা

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:০৮ ভোর
যোহর ১২:০৫ দুপুর
আছর ০৪:৪২ বিকেল
মাগরিব ০৬.৪৪ সন্ধ্যা
এশা ০৮:৩ রাত

রবিবার ৩ আগস্ট ২০২৫