বৃহঃস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১০ আশ্বিন ১৪৩২


মেয়েদের ফিফা র‍্যাংকিংয়ে ২৪ ধাপ উন্নতি বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:৭ আগষ্ট ২০২৫, ১৭:৫০

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ফিফা নারী র‍্যাংকিংয়ে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ। সর্বশেষ র‍্যাংকিংয়ে ২৪ ধাপ এগিয়ে ১০৪তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ নারী ফুটবল দল। এর আগে, ১২ জুন প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১২৮তম।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, ১১৭৯.৮৭ রেটিং পয়েন্ট নিয়ে ১০৪তম স্থানে অবস্থান করছে বাংলাদেশ।

হালনাগাদ র‍্যাংকিংয়ে সবচেয়ে উন্নতি হয়েছে বাংলাদেশরই। নতুন র‍্যাংকিংয়ে বাংলাদেশ পেয়েছে সর্বোচ্চ ‍+৮০.৫১ পয়েন্ট। ফিফা জানিয়েছে, এবারের হালনাগাদ র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশি এগোনো দল বাংলাদেশ।

গত জুনে মিয়ানমার সফরে যাওয়ার সময় ফিফা র‍্যাংকিংয়ে ১২৮ নম্বরে ছিল বাংলাদেশ। এরপর ২৯ জুন ৩৬ ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে, ২ জুলাই ৭৩ ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে হারায় মেয়েরা। প্রথমবারের মতো ইতিহাস গড়ে এশিয়ান কাপের মূল পর্বেও নাম লেখায় পিটার বাটলারের দল। এগিয়ে থাকা এই দুই দলের সঙ্গে জেতায় র‍্যাংকিংয়ে এমন উন্নতি হয়েছে বাংলাদেশের।

দেশের নারী ফুটবলের ইতিহাসে ফিফা র‍্যাংকিংয়ে এর আগে ১০০তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। ২০১৩ ও ২০১৭ সালে (১৫ ডিসেম্বর) দুবার ঠিক এই অবস্থানে এসেছিল বাংলাদেশের মেয়েরা।

শীর্ষ র‍্যাংকিংয়েও এসেছে পরিবর্তন। ইউরো রানার্সআপ স্পেন এক ধাপ এগিয়ে এখন শীর্ষে। যুক্তরাষ্ট্র নেমে গেছে দুইয়ে। তিন ধাপ এগিয়ে সুইডেন উঠে এসেছে তৃতীয় স্থানে। ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ড চারে, আর জার্মানি নেমে গেছে পাঁচে। কোপা আমেরিকা জয়ী ব্রাজিল তিন ধাপ পিছিয়ে এখন সপ্তম। দুই ধাপ এগিয়ে আর্জেন্টিনা উঠে এসেছে ৩০ নম্বরে।

সম্পর্কিত বিষয়:

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ৪:৩৩ ভোর
যোহর ১১:৫১ দুপুর
আছর ৪: ১২ বিকেল
মাগরিব ৫: ৫৫ সন্ধ্যা
এশা ০৭: ০৮ রাত

বৃহঃস্পতিবার ২৫ সেপ্টেম্বর ২০২৫