মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৮ শ্রাবণ ১৪৩২
ছবি সংগৃহীত
বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। এক মাসের ব্যবধানে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় ও বয়সভিত্তিক উভয় এশিয়ান কাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। আগামী বছর অস্ট্রেলিয়ার মাটিতে নারী এশিয়ান কাপ খেলবে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। অন্যদিকে অনূর্ধ্ব-২০ দল খেলবে থাইল্যান্ডে।
গেল মাসে মিয়ানমার থেকে এশিয়ান কাপের টিকিট নিশ্চিত করে দেশে ফেরে সিনিয়র দল। আর গত রোববার (১০ আগস্ট) দক্ষিণ কোরিয়ার কাছে হেরেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ নিশ্চিত করেছে পিটার বাটলারের দল। আগের দুই ম্যাচে লাওস ও পূর্ব তিমুরকে গোলবন্যায় ভাসিয়েছিল সাগরিকা-মুনকি-তৃষ্ণারা।
গ্রুপের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-১ গোলের ব্যবধানে হারের পর বাংলাদেশের এশিয়ান কাপে খেলাটা শঙ্কায় পড়েছিল। তাদের ভাগ্য ঝুলে ছিল অন্য ম্যাচের ফলাফলের ওপর। শেষমেষ ভাগ্য সহায় ছিল বাংলাদেশের মেয়েদের। একই রাতে ৮-০ গোলের বড় ব্যবধানে লেবানন হারায় কপাল খোলে বাংলাদেশের। গ্রুপ রানার্সআপ দলগুলোর মধ্যে শীর্ষ তিনে থেকে মূল পর্বে চলে যায় বাংলাদেশ।
রোববারই (১০ আগস্ট) নিশ্চিত হয়ে গেছে ২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ টি দল। আয়োজক দেশ থাইল্যান্ড তো থাকছেই, সেইসঙ্গে খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন উত্তর কোরিয়া। এ ছাড়া ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, ভারত, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, বাংলাদেশ ও চাইনিজ তাইপে মূল পর্ব নিশ্চিত করেছে।
আগামী বছর ১ থেকে ১৮ এপ্রিলের মধ্যে তিনটি গ্রুপে ভাগ হয়ে এশিয়ান কাপ খেলবে এই ১২টি দল। তবে এখনো ড্র অনুষ্ঠিত হয়নি। একনজরে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের ১২ দল: বাংলাদেশ, থাইল্যান্ড, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, অস্ট্রেলিয়া, চীন, জাপান, উজবেকিস্তান, দক্ষিণ কোরিয়া, জর্ডান, চাইনিজ তাইপে, ভারত।
আপনার মতামত দিন:
(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)