রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ২ ভাদ্র ১৪৩২


এক রাতে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ দুই ক্লাবের বিপরীতমুখী অভিজ্ঞতা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত:১৭ আগষ্ট ২০২৫, ১২:১১

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

চলতি মৌসুমে চ্যাম্পিয়নশিপ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ হয়েছে বার্নলি ও সান্ডারল্যান্ড। তবে ফেরার অভিজ্ঞতা এক হয়নি ক্লাব দুটির। একদিকে টটেনহ্যামের কাছে ৩-০ গোলের বড় ব্যবধানে হেরেছে বার্নলি, অন্যদিকে ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণ জয়ে মৌসুম শুরু করেছে সান্ডারল্যান্ড।

শনিবার স্পার্স স্টেডিয়ামে ম্যাচের ১০ম মিনিটে প্রথম লিড নেয় টটেনহ্যাম। ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিচার্লিসনকে দিয়ে গোল করান মোহামেদ কুদুস। ৬০ মিনিটে ব্যবধান ২-০ করেন রিচা। এই গোলেও তাকে সহায়তা করেন কুদুস। ৬৬ মিনিটে ব্যবধান ৩-০ করেন ব্রেনান জনসন।

অন্য ম্যাচে ঘরের মাঠ স্টেডিয়াম অব লাইটে প্রথমার্ধে গোল শূন্য সমতায় শেষ করে সান্ডারল্যান্ড। দ্বিতীয়ার্ধের ৬১ ও ৭১ মিনিটে ইংলিশ লিগের নিয়মিত দল ওয়েস্টহ্যামের জালে গোল দেয় তারা। প্রথম গোলটি করেন মায়েন্ডা, দ্বিতীয় গোলটি করে বালার্ড। যোগ করা সময়ে জয়ের ব্যবধান আরও বাড়ান ইসিডর।

দিনের অপর ম্যাচে ব্রাইটন এন্ড হোভ আলবিয়নের বিপক্ষে শেষ বাঁশির ঠিক আগে ১-১ গোলের সমতায় ম্যাচ শেষ করে ফুলহ্যাম ইউনাইটেড। ব্রাইটন ঘরের মাঠে ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড নেয়। যোগ করা সময়ের সাত মিনিটে গিয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগো মুনিজ গোল করে দলকে মূল্যবান একটি পয়েন্ট এনে দেন।

আপনার মতামত দিন:

(মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।)
আরো পড়ুন

সর্বশেষ

জনপ্রিয়

নামাজের সময়সূচি

ওয়াক্ত সময়সূচি
ফজর ০৪:১৫ ভোর
যোহর ১২:০৩ দুপুর
আছর ০৪:৩৮ বিকেল
মাগরিব ০৬.৩৪ সন্ধ্যা
এশা ০৭:৫০ রাত

রবিবার ১৭ আগস্ট ২০২৫